Latest News

6/recent/ticker-posts

Ad Code

dol yatra 2022 : দোলযাত্রা উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা

দোলযাত্রা উপলক্ষে নিয়ামতপুর ঠাকুরবাড়ি থেকে নিয়ামতপুর শ্যাম মন্দির পর্যন্ত শ্রী শ্যাম শোভাযাত্রা

বর্ণাঢ্য শোভাযাত্রা



রামকৃষ্ণ চ্যাটার্জী: আসানসোল:-


ফাগুন মাসে মহা উৎসব অর্থাৎ দোলযাত্রা (dol jatra 2022)। দোলযাত্রার পাশাপাশি শ্রীরাম ভগবানের জন্ম উৎসব পালন করা হয় এই মাসেই। তারি মহড়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে দিকে দিকে। সেই একই ছবি দেখা গেল মাড়োয়ারি সম্প্রদায়ের মধ্যে। 

এদিন নিয়ামতপুর ঠাকুরবাড়ি থেকে নিয়ামতপুর শ্যাম মন্দির পর্যন্ত শ্রী শ্যাম শোভাযাত্রা করা হয় দোলযাত্রা ও শ্রী রাম ভগবানের জন্ম উৎসব পালন করার উপলক্ষে। 

সোমবার সকাল সকাল মাড়োয়ারি সম্প্রদায়ের পক্ষ থেকে পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভা অন্তর্গত নিয়ামতপুরের ঠাকুরবাড়ি থেকে নিয়ামতপুর শ্যাম মন্দির পর্যন্ত এই শোভাযাত্রা করে। কার্যত খুশির আবেগ দেখা যাচ্ছে মাড়োয়ারি সম্প্রদায়ের মধ্যে। শোভাযাত্রাতে রইল না কোনো খামতি, জাঁকজমক ভাবে পালন করল শোভাযাত্রা।

সুভাষ বাবু নামের এক সদস্য জানান যে ফাল্গুন মাসের একাদশীতে আমরা এই অনুষ্ঠান পালন করে থাকি। মূলত দলের পাশাপাশি শ্যামবাবার জন্মোৎসবের শোভাযাত্রা। 

তিনি আরো বলেন আমরা ১১ বছর ধরে এই শোভা যাত্রা অনুষ্ঠান পালন করে আসছি। যদিও বর্তমানে মাধ্যমিক পরীক্ষা চলছে তাই পরীক্ষার্থীদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেদিকে নজর রেখে শোভাযাত্রা করা হচ্ছে। শোভাযাত্রা তে অনেক মানুষের আগমন হয়েছে তারা সকলেই ভগবানের কাছে তাদের মনস্কামনা পূরণের জন্য প্রার্থনা করে এই দিনে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code