Latest News

6/recent/ticker-posts

Ad Code

CPIM: জেল থেকে ছাড়া পাওয়ার পর সঞ্জীবকে নিয়ে মাতোয়ারা সাধারণ মানুষজন

জেল থেকে ছাড়া পাওয়ার পর সঞ্জীবকে নিয়ে মাতোয়ারা সাধারণ মানুষজন





অভীক মিত্র - রামপুরহাট পৌরসভার সতেরোনম্বর ওয়ার্ডে জয়ী হয় সিপিএমের সঞ্জীব মল্লিক । তাঁর প্রাপ্ত ভোট ১২৬৭ । তৃণমূলপ্রার্থী আবদুল মালিককে ১৫৩ ভোটে পরাজিত করেছে । ভোটের ফলাফল ঘোষণার সময় সঞ্জীব মল্লিক জেল হেফাজতে ছিলো । ভোটের দিন ইভিএম ভাঙচুরের অভিযোগে সঞ্জীব মল্লিককে গ্রেপ্তার করেছিল পুলিশ ।



রামপুরহাট পৌরসভার ১৭নং ওয়ার্ড থেকে সঞ্জীব মল্লিক এবার নিয়ে টানা চতুর্থবার জয়ী হলো । বুথ জ্যাম,ছাপ্পা, মারধর ভোটের দিন দুপুর ২টোর সময় বুথে আক্রমণ করা হয় তাকে । বুথ থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয় । বুথে ছাপ্পার অভিযোগও ওঠে ।



জয়ের পর বুধবার সন্ধ্যায় জেল থেকে ছাড়া পান সঞ্জীব মল্লিক । রামপুরহাট পৌরসভার ১৭ নং ওয়ার্ডের জয়ী সিপিএমের সঞ্জীব মল্লিক জেলে থেকে বেরোনোর পর জেল গেট থেকে পার্টি অফিস পর্যন্ত বাম কর্মী সমর্থকদের সঙ্গে সাধারণ মানুষজন লাল আবীর খেলার পাশাপাশি মিছিল করে । সাধারণ মানুষজনের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code