১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দিয়েছে বিজেপি- কড়া পদক্ষেপ রাজ্যের
নিউজ ডেস্কঃ ১০৮ টি পুরসভার নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তেজনা ছিলো- বেশ কিছু ঘটনা সামনে এলেও নির্বাচন কমিশন জানিয়েছে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া ভোট শান্তিতেই হয়েছে। কিন্তু ভোটে হিংসার ঘটনা নিয়ে এবার বড় সিদ্ধান্ত নিল বিজেপি। আগামীকাল সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বাংলা বনধের ডাক দিয়েছে তারা।
বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, বাংলার ভোটে লাগামছাড়া হিংসা করেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে। তার প্রতিবাদেই এই বাংলা বনধের ডাক দিয়েছে তারা।
আর এই ঘোষণার পরই রাজ্যকে সচল রাখতে উদ্যোগী হলো রাজ্য সরকার। এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- "নীতিগতভাবে, রাজ্য সরকার ধর্মঘটের বিরোধিতা করে বন্ধ, কারণ এটি স্বাভাবিক জীবনকে ব্যাহত করে এবং জনগণের অসুবিধার কারণ হয় এবং তাদের জীবিকা প্রভাবিত করে।
উপরোক্ত বিবেচনায় রাজ্য সরকার সেই সিদ্ধান্ত নিয়েছে এবং বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল ও কলেজ, দোকান, বাজার, শিল্প প্রতিষ্ঠান, পরিবহন ইত্যাদি খোলা থাকবে এবং কাজ করবে স্বাভাবিকভাবে।
[ আরও পড়ুনঃ ১৭১৯ টি বিদ্যালয়ে নিয়োগ, অনলাইনে শুরু হয়েছে আবেদন ]
সাথে আরও জানানো হয়েছে- সমস্ত প্রতিষ্ঠান এবং পরিষেবাগুলি সুচারুভাবে কাজ করবে এবং সেখানে জোরপূর্বক বন্ধ বা বিঘ্নিত করার কোনো প্রচেষ্টা কঠোরভাবে এবং দৃঢ়ভাবে মোকাবেলা করা হবে। সমস্ত কর্মচারীদের ডিউটি হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছে ।এদিন কোন ছুটি মঞ্জুর করা হবে না।
সপ্তাহ শুরুর দিন বনধের নামে অশান্তি বাঁধানোর চেষ্টা করলে রেয়াত করা হবে না বলে রবিবার সন্ধ্যায় হুঁশিয়ারি দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊