Latest News

6/recent/ticker-posts

Ad Code

Weather Update West Bengal: সরস্বতী পুজোয় ভিজতে পারে গোটা রাজ্য, জেনে নিন আবহাওয়া বার্তা

Saraswati Puja: সরস্বতী পুজোয় ভিজতে পারে গোটা রাজ্য, জেনে নিন আবহাওয়া বার্তা

Weather Update West Bengal



কলকাতা, ১ ফেব্রুয়ারি: শনিবার বসন্ত পঞ্চমী কিন্তু তার আগে থেকেই বৃষ্টিতে ভিজতে পারে রাজ্যের বেশ কিছু জেলা। সরস্বতী পূজায় দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় শিলাবৃষ্টিও হতে পারে বলে আশঙ্কা আলিপুর আবহাওয়া দফতরের।


সরস্বতী পুজোয় রাজ্যের প্রায় সব জেলাতেই বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা আবহাওয়া দফতরের। পশ্চিমী ঝঞ্ঝার কারণেই বৃহস্পতিবার থেকে রাজ্য জুড়ে বৃষ্টি হতে পারে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হলেও, শনিবার বর্ষার গতিবেগ বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে।




তবে সরস্বতী পুজোর পর থেকে বৃষ্টির রেশ কমতেই শীতও বিদায় নিতে পারে বলে বলা হয়েছে। শনিবারের পর থেকে রাজ্যজুড়ে কনকনে ঠাণ্ডা আর পড়বে না বলেই মনে করা হচ্ছে আবহাওয়া দফতরের তরফে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code