West Bengal Weather Rain and Winter Updates: পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হওয়ার সংঘাতে অকাল বর্ষণ রাজ্যজুড়ে

Rain and Winter Updates





আজ সারাদিনই আংশিক মেঘলা আকাশ থাকবে। প্রবল বৃষ্টি না হলেও স্যাঁতস্যাঁতে আবহাওয়া ও বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে প্রায় গোটা রাজ্যই। উত্তুরে হাওয়ায় বাধাপ্রাপ্ত হয়ে রাজ্যজুরে ফের বইবে পুবালি হাওয়া। আর পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হওয়ার সংঘাতে অকাল বর্ষণ রাজ্যজুড়ে।

কোলকাতায় বিকেলের দিকে সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে, আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানান হয়েছে, পুরুলিয়া, বীরভূম, দুই বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলায় ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে। বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর সহ কয়েকটি জেলাতেও আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Rain and Winter Updates


আজ রাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে। বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা আছে ।

Rain and Winter Updates


উত্তরবঙ্গের দার্জিলিং এর উপরের অংশে ফের তুষারপাতের সম্ভাবনার কথা জানান হয়েছে হাওয়া অফিসের তরফে। তুষারপাত না হলেও গ্রাউন্ড ফ্রস্ট হতে পারে। দার্জিলিং, কালিম্পং-এ হালকা বৃষ্টি চলবে ৪ থেকে ৫ দিন। একই সাথে জলপাইগুড়ি, আলিপুর দুয়ার, কোচবিহারেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।