Latest News

6/recent/ticker-posts

Ad Code

WB HS Exam 2022 : অনিয়মের আশঙ্কায়-হোম সেন্টারেই উচ্চমাধ্যমিক নাকি বদলাবে সিদ্ধান্ত !

WB HS Exam 2022 : অনিয়মের আশঙ্কায়-হোম সেন্টারেই উচ্চমাধ্যমিক নাকি বদলাবে সিদ্ধান্ত !

WB HS Exam 2022



আগামী ৭ মার্চ থেকে বিদ্যালয়ের পার্শ্ববর্তী কেন্দ্রে গিয়েই হচ্ছে মাধ্যমিক পরীক্ষা , তাহলে উচ্চমাধ্যমিক কেন নিজ বিদ্যালয়েই? এই প্রশ্নে দিশেহারা কাউন্সিল। কারন ইতিমধ্যেই বলা হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা (wb hs exam 2022) নিজ নিজ বিদ্যালয়েই দিতে পারবে ছাত্রছাত্রীরা।


এরফলে একাধিক অনিয়মের অভিযোগ উঠেছে, যেমন-
  • নিজ নিজ বিদ্যালয়ে পরীক্ষা হলে বিদ্যালয় নিজেদের ছাত্রদের নাম্বার বৃদ্ধি করানোর জন্য সাহায্য করতে পারে।
  • এছাড়াও নিজ বিদ্যালয়ে পরীক্ষা হলে পরীক্ষার্থীদের মধ্যে নকল করবার প্রবণতাও বৃদ্ধি পেতে পারে।
  • হোম সেন্টারে পরীক্ষা হলে পরিচিত পরীক্ষার্থীদের গার্ড দেওয়া শিক্ষকদের কাছে অনেকটাই সমস্যা জনক।


এই সমস্যা সমাধানে অনেকে আবার ভাবছেন শিক্ষকদের পরীক্ষার ডিউটি নিজ বিদ্যালয়ে না দিয়ে অন্য বিদ্যালয়ে স্থানান্তর করা হতে পারে। সূত্রের খবর - এই বিষয়েও উচ্চ পর্যায়ে আলোচনা হচ্ছে , তবে এক্ষেত্রেও সমস্যা রয়েছে। কারন, জানা গিয়েছে রাজ্যে উচ্চ মাধ্যমিক স্তরে প্রায় ছয় হাজারটি স্কুল রয়েছে। উচ্চমাধ্যমিক পরীক্ষা কেন্দ্র হিসেবে নির্বাচিত হয়েছে প্রায় প্রত্যেকটি স্কুল। এমতাবস্থায় স্কুলের শিক্ষক শিক্ষিকাদের অদল বদল করা খুব সহজ কাজ হবে না।


স্কুলের পরীক্ষার ক্ষেত্রে বিভিন্ন অনিয়মের আশংকা নিয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সংবাদ মাধ্যমে জানিয়েছেন “আমরা সমস্যাগুলো সম্পর্কে ওয়াকিবহাল। আমরা পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকা সকলকে সজাগ থাকার বার্তা দিয়েছি। আরো কিছু করা যায় কিনা সেটা চিন্তা ভাবনা করে দেখছি । এখনও তো হাতে সময় রয়েছে । দেখা যাক।”

তাই মাধ্যমিক যেখানে পূর্বের মতন অন্য বিদ্যালয়েই হচ্ছে সেক্ষেত্রে উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে মাধ্যমিকের মতনই কি পূর্বের মতন অন্য বিদ্যালয়ে গিয়ে পরীক্ষা হবে না হোম সেন্টারেই তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। সিদ্ধান্ত বদল করবে কিনা সংসদ তার দিকেই তাকিয়ে রয়েছে পরীক্ষার্থী থেকে অভিভাবক এবং শিক্ষকরাও। 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code