Latest News

6/recent/ticker-posts

Ad Code

যুবতীর শরীর জুড়ে আলুর চিপসের প্যাকেট ! কিন্তু কেন !

Viral:  যুবতীর শরীর জুড়ে আলুর চিপসের প্যাকেট ! কিন্তু কেন ! 


যুবতী



বাঙালি থেকে অবাঙালি সকলেরই প্রিয় খাদ্যের তালিকায় রয়েছে আলুর চিপস। অবসর সময় যাপনে আলুর চিপসের প্যাকেট কতটা গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। তবে আলুর চিপসের প্যাকেট দিয়ে পরিধান তৈরি এটা কিন্তু একটু হলেই অবাক করেই দেয়। 

সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে এমন এক পোশাক। এক সুন্দরী যুবতী শরীরে জড়িয়েছে আলুর চিপসের প্যাকেট দিয়ে তৈরি শাড়ি। 

আলুর চিপসের প্যাকেটের নীল আর রূপালী রঙের মিশ্রনে শাড়ির ডিজাইন তাক লাগিয়েছে ইতিমধ্যেই।  রুপোলী জড়ির আঁচলে চিপসের নীল প্যাকেট স্কার্ট বর্ডারের মোটিফ এনেছে।

আসুন দেখে নেওয়া যাক সেই অভিনব পোশাক- যা ইতিমধ্যেই স্যোসাল মিডিয়ায় ভাইরাল- 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code