Twinning of school program 2021-22 অনুষ্ঠিত হলো আদাবাড়ী মনসুর আলী উচ্চ বিদ্যালয়ে
বুধবার দুপুরে সংশ্লিষ্ট বিদ্যালয়ের পঞ্চম থেকে দশম শ্রেণীর ছাত্র ছাত্রীদের নিয়ে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। মূলত শিক্ষাব্যবস্থাকে স্থিতিশীল করতে এবং অনলাইন শিক্ষার চ্যালেঞ্জ গুলিকে কাটিয়ে বিদ্যালয় পুনরায় খোলার পরে শিক্ষার্থীদের শিক্ষামূলক মনোবল বৃদ্ধির লক্ষ্যে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে।
রাজ্য শিক্ষা দপ্তরের উদ্যোগে বিভিন্ন গ্রামীণ ও শহরাঞ্চলের উচ্চ বিদ্যালয় গুলোতে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
আদাবাড়ি মনসুর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমনীকান্ত রায় জানান এই কর্মসূচির মধ্য দিয়ে বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আয়োজিত হয়েছে ছাত্র-ছাত্রীদের নিয়ে। যেখানে শিক্ষকরা বিচারক হিসেবে তাদের মধ্যে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের নির্বাচিত করা হয়েছে।
Twinning of school program 2021-22 অনুষ্ঠিত হলো আদাবাড়ী মনসুর আলী উচ্চ বিদ্যালয়ে pic.twitter.com/tZWYEyfhSZ
— SangbadEkalavya (@sangbadekalavya) February 24, 2022
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊