ভোটদানের হারকে ১০০ শতাংশ করতে সারা ভারত জুড়ে শুরু হল অনলাইন প্রতিযোগিতা
সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান সদর:-
ভোটদানের হারকে ১০০ শতাংশ করতে সারা ভারত জুড়ে শুরু হল অনলাইন প্রতিযোগিতা। বুধবার থেকে ভারতের নির্বাচন কমিশনের উদ্যোগে দেশের ভোটারদের উত্সাহ জোগাতে চালু হল মাই ভোট ইজ মাই ফিউচার, পাওয়ার অফ ওয়ান ভোট – শীর্ষক একটি অনলাইন প্রতিযোগিতা।
২৫ ফেব্রুয়ারী থেকে এই প্রতিযোগিতা চলবে ১৫ মার্চ পর্যন্ত। বুধবার বর্ধমানে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা করেন অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) সুপ্রিয় অধিকারী। উপস্থিত ছিলেন জেলার নির্বাচন দপ্তরের আধিকারিক কল্যাণ দাস সহ অন্যান্য আধিকারিকরা।
এদিন অতিরিক্ত জেলাশাসক জানিয়েছেন, ক্যুইজ, সঙ্গীত, ভিডিও মিক্সিং, পোষ্টার ডিজাইন এবং শ্লোগান এই পাঁচটি বিষয়ের প্রতিটিতে ৩টি ক্যাটাগরিতে সারাভারত ব্যাপী এই প্রতিযোগিতা চলবে। পেশাদার, অপেশাদার এবং প্রাতিষ্ঠানিক এই তিনটি ক্যাটাগরিতে ভারতবর্ষের সমস্ত মানুষই অংশ নিতে পারবে। প্রতিযোগিতায় নেই কোনো বয়সসীমা বা অন্য কোনো বাধা নিষেধ।
জেলার নির্বাচন আধিকারিক কল্যাণ দাস জানিয়েছেন, প্রতিটি বিভাগেই রয়েছে আকর্ষণীয় আর্থিক পুরষ্কার। যদিও এব্যাপারে প্রতিযোগী নিজেই সংশ্লিষ্ট কাজ করছেন কিনা, বা তাঁর হয়ে অন্য কেউ এই কাজ করে দিচ্ছেন কিনা - তা যাচাই করার ক্ষেত্রে কোনোরকম নির্দেশিকা নেই বলে এদিন জেলা প্রশাসনের কর্তারা জানিয়েছেন। তাঁরা জানিয়েছেন, এব্যাপারে তাঁরা নির্বাচন কমিশনকে জানাবেন।
উল্লেখ্য, সাম্প্রতিককালে পূর্ব বর্ধমান জেলায় বিভিন্ন নির্বাচনের ক্ষেত্রে গড়ে ৮০ থেকে ৯০ শতাংশ ভোট পড়েছে। প্রতিবারই ভোটের সময় ভোটদানের হারকে ১০০ শতাংশ করার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিভিন্নরকম পদক্ষেপ গ্রহণ করে থাকেন। বিগত নির্বাচনে পূর্ব বর্ধমান জেলায় ভোটের জন্য ম্যাসকটও করা হয়। এদিন কল্যাণ দাস জানিয়েছেন, ভোটদানকে ১০০ শতাংশ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊