Latest News

6/recent/ticker-posts

Ad Code

SSC GROUP D মামলায় নয়া মোড়

SSC GROUP D মামলায় নয়া মোড়



High Court on SSC



SSC GROUP D মামলায় কয়েকদিন আগেই ৫৭৩ জনের চাকরি বাতিলের রায়কে কেন্দ্রে ডিভিশন বেঞ্চে গেল কলকাতা হাইকোর্ট (Kolkata High Court) নিযুক্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বাধীন কমিটি।




কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ গ্রুপ-ডি নিয়োগ মামলায় সিবিআই তদন্ত বাতিল করে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেয়। গঠন করে দেয় কমিটি। 


গত ডিসেম্বরে সিবিআই অনুসন্ধানের নির্দেশ খারিজ করে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের নজরদারিতে তৈরি বিশেষ অনুসন্ধানকারীদল অনুসন্ধানের নির্দেশ দেয় আদালত। এর আগে ৭ ফেব্রুয়ারির মধ্যে অনুসন্ধান কমিটিকে রিপোর্ট দিতে বলেছিল হাইকোর্ট । 

যদিও নির্ধারিত সময়ের থেকে আরও কিছুটা সময় চেয়েছিল কমিটি। এসসি-র (SSC) পক্ষে অনুসন্ধানকারী দলে ছিলেন আশুতোষ ঘোষ সহ মধ্যশিক্ষা পর্ষদের (West Bengal Board of Secondary Education) সহ-সচিব(প্রশাসন) পারমিতা রায়, হাইকোর্টের আইনজীবী অরুণাভ বন্দ্যোপাধ্যায়।


এরপর, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অপর একটি নতুন মামলায় দুর্নীতির অভিযোগে ৫৭৩ জনের নিয়োগ বাতিলের নির্দেশ দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই ডিভিশন বেঞ্চে আবেদন জানাল বিচারবিভাগীয় তদন্ত কমিটি। 

কমিটির আবেদন আদালতের বেঁধে দেওয়া তদন্তের সময়সীমা বৃদ্ধি করা হোক এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ের বেশ কিছু অংশ বাতিল করুক ডিভিশন বেঞ্চ।

একটি মন্তব্য পোস্ট করুন

5 মন্তব্যসমূহ

Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊

Ad Code