SSC GROUP D দুর্নীতি মামলায় ৫৭৩জনকে বরখাস্ত করার নির্দেশ দিল হাইকোর্ট
SSC GROUP D দুর্নীতি মামলায় ৫৭৩জনকে বরখাস্ত করার নির্দেশ দিল হাইকোর্ট। SSC GROUP D মামলায় হাইকোর্টের পর্যবেক্ষনে ব্যাপক দুর্নীতি হয়েছে। আর সেই প্রেক্ষিতেই ৫৭৩ জনের চাকরি বেতন বন্ধের নির্দেশ দেয় ও যে বেতন এঅবধি দেওয়া হয়েছে তা পুনরুদ্ধারের নির্দেশ দেয় আদালত।
এ ব্যাপারে জেলা স্কুল পর্যবেক্ষককে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে এ ব্যাপারে রিপোর্ট পেশের নির্দেশ দেওযা হয়েছে। অবসরপ্রাপ্ত বিচারপতি আর কে বাগের কমিটিকে এই নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ডিসেম্বরে সিবিআই অনুসন্ধানের নির্দেশ খারিজ করে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের নজরদারিতে তৈরি বিশেষ অনুসন্ধানকারীদল অনুসন্ধানের নির্দেশ দেয় আদালত। এর আগে ৭ ফেব্রুয়ারির মধ্যে অনুসন্ধান কমিটিকে রিপোর্ট দিতে বলেছিল হাইকোর্ট । যদিও নির্ধারিত সময়ের থেকে আরও কিছুটা সময় চেয়েছিল কমিটি।
এসসি-র (SSC) পক্ষে অনুসন্ধানকারী দলে ছিলেন আশুতোষ ঘোষ সহ মধ্যশিক্ষা পর্ষদের (West Bengal Board of Secondary Education) সহ-সচিব(প্রশাসন) পারমিতা রায়, হাইকোর্টের আইনজীবী অরুণাভ বন্দ্যোপাধ্যায়।
2 মন্তব্যসমূহ
Important news
উত্তরমুছুনতাহলে মাননীয় বিচারপতি যারা এই দূর্নীতি করিয়েছেন তারা বাদ যাচ্ছে কেন? তাদের সকলকে চাকরিথেকে বাদ দিতে হবে এবং জেল দিতে হবে তবে বুঝবে।
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊