Latest News

6/recent/ticker-posts

Ad Code

ঝিরিঝির বৃষ্টির মাঝেও সরস্বতী বন্দনার প্রস্তুতিতে ব‍্যস্ত পড়ুয়ারা

ঝিরিঝির বৃষ্টির মাঝেও সরস্বতী বন্দনার প্রস্তুতিতে ব‍্যস্ত পড়ুয়ারা 






জলপাইগুড়ি,জয়ন্ত বর্মন :
 

রাত পোহালেই সরস্বতী পূজা। তবে সেই পূজার আয়োজনে বাধ সেজেছে আবহাওয়া। শুক্রবার সকাল থেকেই ধূপগুড়ি সহ ডুয়ার্সে চলছে ঝিরিঝিরি বৃষ্টি। তার সাথে চলছে দমকা হাওয়া। আর বৃষ্টি ও ঠান্ডায় জুবুথুবু সকলেই । তবে বৃষ্টি বা হাওয়া যাই হোক না কেন পূজার আয়োজন করতেই হবে। তাই এদিন সন্ধ্যায় ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেই বাজারে বেড়িয়েছেন বিভিন্ন কোচিং সেন্টার থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত সকলেই। 




বিদ্যার দেবী সরস্বতী দেবীর কাছে তাদের একটাই প্রার্থনা আগামীকালের আবহাওয়া যেন এরকম না থাকে। কেননা স্কুল খোলার পর সরস্বতী পূজোর দিন সবার সাথে দেখা হবে এই আশাতেই রয়েছেন অনেকে। এমনকি অনেকেই কালকে পূজা উপলক্ষে নতুন পাঞ্জাবি ও শাড়ি পড়ে বেরোবেন বলে ভেবে রেখেছেন। কিন্তু বৃষ্টি হলে তা যে সম্ভব হবে না তা বলাই বাহুল্য।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code