Latest News

6/recent/ticker-posts

Ad Code

চরম অস্বস্তি তৃণমূলের অন্দরে! জলপাইগুড়ি পুরসভার প্রার্থী তালিকা স্থগিত!

চরম অস্বস্তি তৃণমূলের অন্দরে! জলপাইগুড়ি পুরসভার প্রার্থী তালিকা স্থগিত!




সাংবাদিক সম্মেলনে‌র মধ্য দিয়ে জলপাইগুড়ি পুরসভার তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করা হল শুক্রবার। তৃণমূলের জলপাইগুড়ি জেলা পার্টি অফিসে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। উপস্থিত ছিলেন তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভানেত্রী মহুয়া গোপ সহ বিভিন্ন নেতা নেত্রীরা।



দলের রাজ‍্য সংগঠনের নির্দেশ অনুযায়ী এবারের পুরভোটে কোন‌ও বিধায়ক‌কে প্রার্থী করা হচ্ছে না। এছাড়া প্রতিটি পরিবারের একজন সদস্য‌কেই প্রার্থী‌র টিকিট দেওয়া হয়েছে।



তৃনমুলের প্রার্থী তালিকা ঘোষনার কিছু সময় পর ফের স্থগিত। চরম অস্বস্তি তৃনমূলের অন্দরে।



জলপাইগুড়ি জেলার ৩ পৌর সভার প্রার্থী তালিকা আপাতত স্থগিত বলে ঘোষনা করলেন জেলা সভাপতি মহুয়া গোপ। আগামীকাল শীর্ষ নেত্রীত্বের সিল মোহর দেওয়া তালিকা প্রকাশ করা হবে বলে জানালেন তিনি।



প্রসঙ্গত, আজ তৃণমূল মহাসচিব ও অন‍্যান‍্য উচ্চ পদস্থ নেতার উপস্থিতিতে প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস। মোট ১০৮ টি পুরসভার দার্জিলিং বাদে সব পুরসভার প্রার্থী তালিকা জানানো হয় আজ আর তারপর এই তালিকা বদল। মনে করা হচ্ছে, তৃণমূলের অন্দরের অস্বস্তিতেই এই বদল। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code