Paray Shikyalay: গত ২ বছরে কী শিখেছ? শিক্ষকের প্রশ্নে কি বলে ভাইরাল হলো এই পড়ুয়া !
করোনা মহামারী শুরু হতেই শিশুদের রক্ষা করতে বিদ্যালয়ে পঠন পাঠন বন্ধ করে দেওয়া হয়েছিলো। দীর্ঘ দুই বছর পর রাজ্যে পুনরায় শিশুদের পঠন পাঠন শুরু হয়েছে পাড়ায় শিক্ষালয়ের মধ্যদিয়ে।
তাই নানান অভিযোগ থাকলেও পাড়ায় পাড়ায় উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে চলছে শিক্ষালয়। প্রকৃতির কোলে পাঠ। আর সম্প্রতি এমনি এক পাড়ার শিক্ষালয়ে এক ছাত্রের কীর্তি ভাইরাল হয়ে উঠেছে।
পাড়ার শিক্ষালয়ে শিক্ষক ক্ষুদে এক ছাত্রকে জিজ্ঞাসা করেছিলো গত দুই বছরে কী শিখেছ? ছাত্র এই প্রশ্নের উত্তরে গেয়ে উঠলেন এক ভাইরাল গান। আসুন শুনে নেওয়া যাক সেই ক্ষুদে ছাত্রের ভাইরাল হওয়া ভাইরাল গানটি -
10 মন্তব্যসমূহ
Hay re😲🙆🙆🙆
উত্তরমুছুনজয় বাংলা
উত্তরমুছুনভালো শিখেছে
উত্তরমুছুন😆😆
উত্তরমুছুনআরো কয়েক বছর স্কুল বন্ধ থাক
উত্তরমুছুনবাকিটা ইতিহাস এ হয়ে যাবে 😂😂😂
Hahahah
উত্তরমুছুনজয় বাংলা
উত্তরমুছুনজয় বাংলা
উত্তরমুছুনজয় বাংলা
উত্তরমুছুনসব ভূয়া খবর, সত্যি হলে রিপোর্টিং হয়নি কেন?
উত্তরমুছুনঅর্থাৎ যায়গার নাম, তারিখ, রিপোর্টারের নাম, মিডিয়ার নাম ইত্যাদির উল্লেখ নেই কেন? যত্তসব।
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊