বনদপ্তরের সাফল্য, পাচারের আগেই উদ্ধার হাতির দাঁত



জলপাইগুড়ি,জয়ন্ত বর্মন : 


গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হলো হাতির দাঁত। এদিন বৈকুণ্ঠপুর বনবিভাগের বেলাকোবা রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে এই তল্লাশি অভিযান চালানো হয়।




জানা গেছে, একটি ছোট গাড়িতে করে হাতির দাঁতগুলো আলিপুরদুয়ারের কুমারগ্রাম থেকে শিলিগুড়িতে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। সেসময় গোপন সূত্রে খবর পেয়ে বনদপ্তরের বেলাকোবা রেঞ্জের কর্মীরা মালবাজারের ওদলাবাড়ি রেলগেট এলাকায় ওত পেতে থাকে। সেসময় WB 64 P 0959 নম্বরের একটি অল্ট্রো গাড়িকে দাঁড় করিয়ে তল্লাশি চালাতেই উদ্ধার হয় দুটি হাতির দাঁত। উদ্ধার হওয়া হাতির দাঁতের ওজন প্রায় দুই কিলো একশো গ্রাম। এরপর গাড়িসহ তিনজনকে নিয়ে যাওয়া হয় বেলাকোবা রেঞ্জ অফিসে। 



ঘটনায় গাড়িতে থাকা তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের দুইজন শামুকতলা ও একজন কুমারগ্ৰামের বাসিন্দা বলে জানা গেছে। জানা গেছে ধৃতদের নাম জয়নাল হক ও মোজাম্মেল হক এবং ইরশাদ মিয়া। জানা গেছে এরা দীর্ঘদিন থেকেই চোরা চালানের সাথে যুক্ত।ধৃতদের আগামীকাল জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে।