মিড ডে মিল নিয়ে বড় ঘোষনা রাজ্য শিক্ষা দপ্তরের
আগামী ৭ ফেব্রুয়ারী শুরু হচ্ছে পাড়ায় শিক্ষালয়। প্রথম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের নিয়ে হবে এই কর্মসূচী। আর এই পাড়ায় শিক্ষালয়ে দিতে হবে রান্না করা মিড ডে মিল।
এই বিষয়ে রাজ্য শিক্ষা দপ্তর প্রতিটি জেলায় নির্দেশ পাঠিয়ে দিয়েছে।
তবে কীভাবে এই নির্দেশ কার্যকর করা হবে এখন তাই নিয়ে উঠছে প্রশ্ন। রান্না করা মিড ডে মিল পাড়ায় পাড়ায় কীভাবে দেওয়া হবে তা নিয়ে কোন নির্দেশ এখনো সামনে আসেনি।
প্রসঙ্গত করোনার জেরে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার পরেও শিক্ষার্থীদের মিড ডে মিল বন্ধ করেনি রাজ্য শিক্ষা দপ্তর। রীতিমতো ক্যাম্প করে স্কুলে স্কুলে অভিভাবক- অভিভাবিকাদের হাতে শিক্ষক শিক্ষিকাদের মারফত দেওয়া হয়েছে মিড ডে মিল। দীর্ঘদিন বন্ধের মাঝে 'পাড়ায় শিক্ষালয়' চালুর ঘোষনা হতেই ফের রান্না করা মিড ডে মিলের ব্যবস্থার কথা জানালো শিক্ষা দপ্তর।
পাড়ায় শিক্ষালয়ে মিড ডে মিল রান্না দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ হতেই বেশ কিছু প্রশ্ন দানা বেঁধেছে। করোনা পরিস্থিতিতে পাড়ায় শিক্ষালয়ে কীভাবেই বা কোন কোন নিয়ম অনুযায়ী মিড ডে মিল দেওয়া হবে তা স্পষ্ট নয়।
9 মন্তব্যসমূহ
Good information
উত্তরমুছুনGood news
উত্তরমুছুনমিড ডে মিল ই হবে । জয় বাংলা
উত্তরমুছুনGood news
উত্তরমুছুনImportant news
উত্তরমুছুনNice
উত্তরমুছুনgood
উত্তরমুছুনVlo khobor
উত্তরমুছুন
উত্তরমুছুনIt is not good news for School Education.
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊