Latest News

6/recent/ticker-posts

Ad Code

Duare Sarkar: দুয়ারে সরকারে মিলবে আরও বেশ কিছু পরিষেবা, বড় ঘোষনা মমতার

Duare Sarkar: দুয়ারে সরকারে মিলবে আরও বেশ কিছু পরিষেবা, বড় ঘোষনা মমতার





রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে আমলাদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সব জেলার জেলাশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে আইএএস, আইপিএসদের নিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আর সেই বৈঠক থেকেই দুয়ারে সরকার নিয়ে বড় ঘোষনা দিলেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায়।




এদিন দুয়ারে সরকার প্রকল্পে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ পরিষেবা যুক্ত করার ঘোষনা দিলেন মমতা বন্দোপাধ‍্যায়। কৃষি দফতরের কৃষাণ ক্রেডিট কার্ড, ফিশারিজ দফতরের মৎসজীবী ক্রেডিট কার্ড, এমএসএমই দফতরের আর্টিসান ক্রেডিট কার্ড, তাঁতশিল্পীদের জন্য ক্রেডিট কার্ড, পঞ্চায়েত দফতরের এসইচজি ক্রেডিট লিঙ্কেজ পরিষেবা গুলি মিলবে এবার দুয়ারে সরকারে। এবারের দুয়ারে ক্যাম্পে মোট ২৪টি পরিষেবার জন্য আবেদন নেওয়া হবে।




মুখ্যমন্ত্রী এদিন বলেন, "দুয়ারে সরকার প্রথম পর্যায়ে যা করেছি, দ্বিতীয় পর্যায়ে আমাদের প্রায় ১ লক্ষ ৪ হাজার ৪০২টি ক্যাম্পে মোট ৩ কোটি ৬৯ লক্ষ মানুষ এসেছেন। এর মধ্যে ৩ কোটি ১৫ লক্ষ ৮১ হাজার দরখাস্ত জমা পড়েছে। যার মধ্যে ২ কোটি ৭৮ লক্ষ ৬৫ হাজার পরিষেবা দেওয়া হয়েছে। অর্থাৎ প্রায় ৬০-৬৫ হাজারের গ্যাপ রয়েছে। যা এবারের দুয়ারে সরকারে তা পূরণ করতে হবে। এছাড়াও এবারের দুয়ারে সরকারে প্রায় ১৮টি পরিষেবা যুক্ত হচ্ছে। এর মধ্যে ৬টি নতুন।"




পয়লা ফেব্রুয়ারি থেকে পাড়ায় পাড়ায় সমাধান শুরু হয়েছে। ১৫ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত আবার শুরু হবে দুয়ারে সরকার। করোনা সংক্রমণের জেরে দুয়ারে সরকার জানুয়ারি থেকে পিছিয়ে এসেছে ফেব্রুয়ারীতে।

একটি মন্তব্য পোস্ট করুন

8 মন্তব্যসমূহ

  1. ওই দুয়ারে সরকার ই হবে
    কর্মসংস্থান হবে কি

    উত্তরমুছুন

Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊

Ad Code