Latest News

6/recent/ticker-posts

Ad Code

সোনাগাছি যৌনপল্লীতে রক্ত দিয়ে সরস্বতী পুজো উদ্বোধন করবেন মদন মিত্র

সোনাগাছি যৌনপল্লীতে রক্ত দিয়ে সরস্বতী পুজোর উদ্বোধন করবেন মদন মিত্র 






দোরগোড়ায় বিদ‍্যার দেবী সরস্বতী পুজো। আর তার আগে সরস্বতী পুজো নিয়ে বড় ঘোষনা দিলেন তৃণমূল নেতা মদন মিত্র। তৃণমূলের কালারফুল বয় মদন মিত্র এবার সরস্বতী পুজো করবেন সোনাগাছিতে। আর সেকথা নিজেই জানালেন তিনি। এদিন সোশ‍্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করে আরো জানানো হয় পুজো হবে রক্ত দিয়ে!



আসলে, সোনাগাছি যৌনপল্লীর সরস্বতী পুজো উদ্বোধন করবেন মদন মিত্র। আরো জানা গেছে, পুজোর উদ্বোধনে রক্ত দিয়ে পুজো করবেন মদন মিত্র। ৬টা ৪৫-এ এই উদ্বোধন হবে বলেও জানা গেছে।



তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ নেতা, রাজনীতির দুনিয়ায় এক রঙিন চরিত্র মদন মিত্র। তাঁকে কে না চেনে। তিনি যে কখনো নায়ক আবার কখনো গায়ক রুপেও সোশ‍্যাল মিডিয়ায় হাজির হয়েছেন। আবার রাস্তায় বাইক নিয়ে ছোটেন আবার কখনও প্রতিপক্ষকে দেন হুশিয়ারি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code