BIG BREAKING: বিধায়ক পদ ছাড়তে রাজি মদন মিত্র

Madan Mitra




সম্প্রতি দলের বিরুদ্ধে বারবার মুখ খুলেছেন কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্র। এবার ফেসবুক লাইভে এসে দলের একাংশের বিরুদ্ধে প্রবল কটাক্ষ করলেন মদন। সেই সঙ্গে তিনি জানিয়ে দিলেন, চাইলে নিজের বিধায়ক পদ তিনি ছেড়ে দিতে পারেন।




ফেসবুক লাইভে দলের একাংশকে প্রবল কটাক্ষ করে মদন মিত্র জানান, কেন মিছেমিছে গায়ে মাখছেন? অনেকে বলছেন মদন মিত্র এটা করেছেন, ওটা করেছেন, তাঁর প্রশ্ন- তিনি কী করেছেন? তিনি কি চুরি করেছেন? চুরি করলে সিবিআই যদি বাপের বেটা হতো, তবে জেলে তাঁকে ছুঁতে পারতো না। যদি নারোদায় চুরি করতেন, তাহলে ৩৭ হাজার ভোটে কী নির্বাচনে জিততে পারতেন? কিছুই তিনি করেননি।




কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত বাপ তোলা হচ্ছে। তার চেয়ে তাঁকে বলে দেওয়া হোক যে,পার্টি অফিসে না আসতে, তিনি আর যাবেন না। কিংবা তিনি বাড়ির পার্টি অফিসের বাইরে যাবেন না। ভবানীপুরের উপনির্বাচনের সময়ে তাঁকে বুথ দেখার নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তা করেছিলেন।




সবথেকে বেশি তাঁর বুথ থেকেই ভবানীপুরে ভোট এসেছিল। তাঁকে পছন্দ না হলে বলে দিতে, ঘুরিয়ে- ফিরিয়ে কেন বলা হচ্ছে তাঁকে না আসতে।




এদিন ফেসবুক লাইভে মদন মিত্র জানান, তাঁকে যদি বিধায়ক পদ ছেড়ে দিতে বলা হয়, তিনি ছেড়ে দিতে রাজি আছেন। পায়ের চটির মতো যখন-তখন তিনি বিধায়ক পদ ছেড়ে দিতে পারেন।