Latest News

6/recent/ticker-posts

Ad Code

পৌর নির্বাচনে বাম কংগ্রেস জোট অব্যাহত- আসন প্রার্থীপদ নিয়ে বৈঠক

পৌর নির্বাচনে বাম কংগ্রেস জোট অব্যাহত- আসন প্রার্থীপদ নিয়ে বৈঠক

বাম কংগ্রেস জোট




রাহুল দেব বর্মন, সংবাদ একলব্যঃ

2022 পৌর নির্বাচনের ক্ষেত্রেও বামফ্রন্ট এবং কংগ্রেসের জোট অব্যহত রাখার কথা পরিষ্কারভাবে জানালেন বামফ্রন্ট নেতৃত্ব তারিণী রায়।

মঙ্গলবার বামফ্রন্ট নেতৃত্ব এবং কংগ্রেস নেত্রী তোদের যৌথ অবস্থানে একটি বৈঠক হয় কোচবিহার জেলা সিপিএম দলীয় কার্যালয়ে। সেখানেই কোন ওয়ার্ডে কে প্রার্থী হবেন এবং কোন ওয়ার্ড সিপিএম এবং কোন ওয়ার্ড কংগ্রেসের থাকবে তা নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

বুধবার বিকেলে সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে বাম কংগ্রেস জোট। তারিণী রায় বলেন কোচবিহারের বিভিন্ন পৌর এলাকায় বিশেষ করে দিনহাটায় বাম কংগ্রেস প্রার্থীদের হুমকির সম্মুখীন হতে হচ্ছে তৃণমূল কংগ্রেসের দ্বারা। সে ক্ষেত্রে যারা প্রার্থী মনোনীত তারা যথেষ্ট আতঙ্কে রয়েছেন। ইতিমধ্যেই অভ্যন্তরীণভাবে দল নিজেদের কাজ শুরু করেছে। নাম প্রকাশে আগ্রহী প্রার্থীদের আরো বেশি হুমকির সম্মুখীন হতে হবে ভেবে এখনো নাম প্রকাশ্যে আনা হয়নি।

যদিওবা এই প্রসঙ্গে তৃণমূল জেলা সাধারণ সম্পাদক আব্দুল জলিল আহমেদ বলেন, কেউ কাউকে হুমকি দেয়নি, বামফ্রন্ট এবং কংগ্রেসের কোন অস্তিত্ব নেই, তারা প্রার্থী খুঁজে পাচ্ছে না বলেই নাম প্রকাশ করতে পারছে না। তৃণমূল কংগ্রেসকে মিথ্যে বদনাম দেওয়া হচ্ছে। তারা নাম প্রকাশ করুক প্রয়োজনে তৃণমূল কংগ্রেস কর্মীরা তাদের পাশে থেকে সুরক্ষা প্রদান করবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code