Latest News

6/recent/ticker-posts

Ad Code

IRCTC অ্যাকাউন্টের সঙ্গে Aadhaar যুক্ত করে প্রতি মাসে পেয়ে যান ১২ টি টিকিটের সুবিধা , জানুন কীভাবে?

IRCTC-Aadhaar Linking:  IRCTC অ্যাকাউন্টের সঙ্গে Aadhaar যুক্ত করে প্রতি মাসে পেয়ে যান ১২ টি টিকিটের সুবিধা , জানুন কীভাবে?

IRCTC AADHAAR LINK




বিশেষ করে লকডাউনে অনলাইনেই রেলের টিকিট বুকিং (Online Ticket Booking) করেন বেশিরভাগ মানুষ। তবে যারা নিয়মিত দীর্ঘ যাত্রা করেন তাদের ক্ষেত্রে একটা বড় সমস্যা হয়ে দাড়াচ্ছিলো টিকিটের সীমিত সংখ্যা। মাসে মাত্র ৬ টি টিকিট বুকিং করবার সুযোগ থাকতো।

সেই নিয়মে বদল করেছে IRCTC . এবার ১ মাসে ১২টি পর্যন্ত টিকিট বুক করা যাবে। এজন্য অবশ্যই আপনাকে আপনার IRCTC অ্যাকাউন্টে গিয়ে আপনার আধার নাম্বারের লিঙ্ক করাতে হবে।

ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) টুইট করে জানিয়েছে,'আধার নম্বর দিয়ে ভেরিফাই করে নিন। মাসে ১২টি পর্যন্ত টিকিট বুকিং করুন।'

কীভাবে আধার লিংক করবেন?

১। প্রথমে আইআরসিটিসি-র ওয়েবসাইট http://irctc.co.in-তে যান।

২। সমস্ত তথ্য দিয়ে লগ ইন করুন।

৩। এরপর চলে যেতে হবে My Account

৪। Link Your Aadhaar অপশনে ক্লিক করুন

৫। নতুন পেজ ওপেন হবে, সেখানে আপনার আধার কার্ডের নাম এবং নাম্বার দিতে হবে।

৬। Aadhaar KYC সম্পূর্ণ করবার জন্য আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে OTP আসবে।

৭। OTP দিয়ে ভেরিফাই করে নিতে হবে।




এভাবেই আপনি মাসে এখন থেকে ১২ টি টিকিট বুক করবার সুযোগ দিচ্ছে IRCTC.

একটি মন্তব্য পোস্ট করুন

6 মন্তব্যসমূহ

Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊

Ad Code