Valentines Day: ভালোবাসার মানুষকে কোন উপহার দিয়ে চমক দেবেন?
আজ ১৪ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে (Valentine's Day)। চারিদিকে প্রেমের হাওয়া প্রেমের গান। প্রেমিক প্রেমিকা ব্যস্ত একে অপরকে খুশি করতে, নিজের প্রেম নিবেদন করতে প্রস্তুত হতে চলছে। এই বিশেষ দিনে নিজের প্রিয়জনকে কি উপহার দেবেন ভেবে পাচ্ছেন না? আমরা বেশ কয়েকটি উপহার নিয়ে এসেছি আপনার জন্য যা প্রিয়জনকে উপহার (Gift) দিয়ে খুশি করতে পারেন।
ঘুরতে যেতে কে পছন্দ না করে, সবাই ঘুরতে পছন্দ করেন। এই ভ্যালেন্টাইনস ডে-তে লং ড্রাইভে নিয়ে যান নিজের প্রিয় মানুষকে। যদি মনোমালিন্য থাকে তবে তাও নিমেষে শেষ হয়ে যাবে।
প্রেমিকাকে জীবনসঙ্গী করার প্রস্তাব দেওয়ার জন্য ভ্যালেন্টাইন্স ডে (Valentine's Day)-র থেকে উপযুক্ত দিন আর নেই। একটা সুন্দর আংটি নিন, আর মনের কথাটা জানিয়েই দিন। প্রেমিকা না করতে পারবেন না।
প্রেমিকাকে মনের কথা জানানোর সব থেকে সহজ মাধ্যম হল চিঠি। চিঠির মাধ্যমে নিজের পছন্দের মানুষকে প্রেম নিবেদন করুন এমন উপহার যা তার সঙ্গে সব সময় থাকবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊