Latest News

6/recent/ticker-posts

Ad Code

দুই শিক্ষকের মধ‍্যে ধাক্কাধাক্কি কিল চড় ঘুষি, চাঞ্চল‍্য কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে

দুই শিক্ষকের মধ‍্যে ধাক্কাধাক্কি কিল চড় ঘুষি, চাঞ্চল‍্য কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে





বৃহস্পতিবার থেকে রাজ‍্য জুড়ে স্কুল খোলার আগের দিন বুধবার দুই শিক্ষকের প্রকাশ‍্যে ক‍্যামেরার সামনে মারামারির ভিডিও ঘিরে শোরগোল। স্কুল ফের খোলার আগের দিনই দুই শিক্ষকের মধ‍্যে হাতাহাতি ঘিরে ব‍্যাপক চাঞ্চল‍্য ছড়িয়েছে কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে।




জানা যাচ্ছে, বেতনের স্টেটমেন্টের দাবিতে প্রধান শিক্ষক মনোরঞ্জন বিশ্বাসের ঘরের সামনে অবস্থানে বসেন ভূগোলের শিক্ষক নিমাই মজুমদার। আচমকা সেই সময় এক শিক্ষকের ওপর চড়াও হয়ে মারামারি শুরু হয়ে যায় দুজনের। এরপর অন্য শিক্ষকরা এসে দু’জনকে সরিয়ে দেন। এই ঘটনা নিয়ে স্কুল কর্তৃপক্ষের কোনএ প্রতিক্রিয়া মেলেনি। সংবাদ মাধ‍্যমের সামনেই সেই মারামারি।




জানা যায়, প্ল‍্যাকার্ড হাতে প্রধান শিক্ষকের ঘরের সামনে ধরনায় বসেন ভূগোলের শিক্ষক। প্রধান শিক্ষক সাংবাদিকদের সামনে কথা বলছিলেন সেই সময় হঠাৎই উপর চড়াও হন বিক্ষোভকারী শিক্ষক। পাল্টা হাত চালান প্রধান শিক্ষকও। ধাক্কাধাক্কি... কিল... চড়... ঘুষি...বাদ গেল না কিছুই। অন্য শিক্ষকরা কোনওরকমে সামলান দু’জনকে।




কৃষ্ণনগরে ঘটনায় ইতিমধ‍্যে তদন্তের নির্দেশ দিয়েছে শিক্ষা দফতর। পুরো ঘটনায় স্কুল শিক্ষা দফতর অবিলম্বে জেলা শাসকের কাছে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে বলে খবর। জেলা বিদ্যালয় পরিদর্শককে আগামী শুক্রবারের মধ্যে বিশদে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তারপরই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সরকার পুরো ঘটনায় উদ্বিগ্ন বলেই জানা গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code