সাইক্লোনের তাণ্ডবে বিপর্যস্ত  দ্বীপরাষ্ট্র মাদাগাস্কার

Cyclone Batsirai
picture credit: al jazeera



ক্রমশ প্রকৃতি যেনো ক্রুদ্ধ মূর্তি ধারণ করছে। একের পর এক সাইক্লোনে ধ্বংশের মাত্রা বেড়েই চলছে। গত রবিবার সাইক্লোনের তাণ্ডবে বিপর্যস্ত হয়েছে দ্বীপরাষ্ট্র মাদাগাস্কার। রোববার (৬ ফেব্রুয়ারি) পর্যন্ত ১০ জনের প্রাণহানির খবর জানিয়েছে মাদাগাস্কারের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়।

এই সাইক্লোনে ঘরছাড়া প্রায় ৫০ হাজারের মতো বাসিন্দা। তারা স্থানীয় স্কুল-চার্চগুলোয় আশ্রয় নিয়েছেন। এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় সাইক্লোন ‘বাতসেরাই’ (Cyclone Batsirai) আঘাত হানলো দেশটিতে।

বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২৩৫ কিলোমিটার। সাথে প্রবল বৃষ্টিপাত, এমনকি উপকূলীয় এলাকায় দেখা দিয়েছে জলোচ্ছ্বাস।

এছাড়া দেশটির পূর্ব উপকূলে ব্যাপক ভূমিধসের ঘটনাও ঘটেছে। মাদাগাস্কারের মানানজারি গ্রাম প্রায় পুরোটাই বিধ্বস্ত, এমন আভাস দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। সেখানে দু’দিন ধরে নেই বিদ্যুৎ সংযোগ। কাটা পড়েছে সুপেয় পানি সরবরাহের লাইনও।

প্রসঙ্গত গত মাসেই মৌসুমী ঝড় ‘অ্যানার’ তাণ্ডবে দেশটিতে প্রাণ হারান অর্ধশতাধিক মানুষ।