Latest News

6/recent/ticker-posts

Ad Code

এক ব‍্যাঙ্ক বিক্রিতে উদ‍্যোগী কেন্দ্র!

IDBI Bank বিক্রিতে উদ‍্যোগী কেন্দ্র!




Industrial Development Bank of India Limited/IDBI Bank বিক্রিতে উদ‍্যোগী হল কেন্দ্রীয় সরকার। সংবাদ সূত্রে জানা যাচ্ছে, IDBI ব‍্যাঙ্কে নিজেদের অংশীদারিত্ব বিক্রির উদ‍্যোগ নিয়ে কেন্দ্র। আর সেকথা জানিয়েছেন বিনিয়োগ এবং গণসম্পত্তি মূল্যায়ন (Department of Investment and Public Asset Management/DIPAM) বিভাগের সচিব তুহিনকান্ত পান্ডে।




সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার আইডিবিআই বিক্রির জন্য মার্চের শেষে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট (EOI)আনবে। তবে ব্যাঙ্ক বিক্রি করা হলেও, নিজেদের অংশীদারিত্ব সম্পূর্ণ ভাবে হাতছাড়া না করা হতে পারে বলে জানিয়েছেন তিনি। এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট-এর মাধ্যমে দরপত্র হাঁকে সরকার। নির্ধারিত সময়ের মধ্যে যে বা যিনি সব থেকে বেশি দাম হাঁকেন, তাঁকেই বেছে নেওয়া হয় ক্রেতা হিসেবে।




তিনি আরো বলেন এলআইসি এবং কেন্দ্র, দু’পক্ষের শেয়ারই একসঙ্গে বিক্রির পরিকল্পনা রয়েছে। তবে সম্পূর্ণ অংশীদারিত্ব হয়ত হাতছাড়া করা হবে না।”




বর্তমান IDBI- ব‍্যাঙ্কের শেয়ারে ৪৫.৪৮ শতাংশ শেয়ার রয়েছে কেন্দ্রীয় সরকারের। এছাড়া এলআইসি-র শেয়ার রয়েছে ৪৯.২৪ শতাংশ ও নন প্রোমোটার পক্ষের শেয়ার রয়েছে ৫.২৯ শতাংশ।




ইতিমধ‍্যে রিজার্ভ ব‍্যাঙ্কের সাথে বিষয়টি আলোচনা হয়েছে ও পুরো প্রক্রিয়া কি করে চলবে তা নিয়ে সিদ্ধান্ত হয়েছে বলে খবর।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊

Ad Code