SSC Group D: SSC-র গ্রুপ D-র ভুয়ো নিয়োগ বাতিল করল High Court
SSC গ্রুপ ডি 'ভুয়ো' নিয়োগে নয়া মোড়! গ্রুপ ডি-র ভুয়ো নিয়োগ বাতিল করল কলকাতা হাইকোর্ট। এই প্রথমবার হাইকোর্টের নির্দেশে বাতিল হল চাকরি। মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগের অভিযোগ পায় আদালত।এরপর আজ 'ভুয়ো' নিয়োগে খরচ হওয়া সরকারের টাকা পুনরুদ্ধারেরও নির্দেশ দেওয়া হয়েছে।
মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে এসএসসি গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে মামলায় এসএসসিকে তলব করা হয়েছিল। অভিযোগ ওঠে, এসএসসি-র সুপারিশের ভিত্তিতেই মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে গ্রুপ ডি পদে নিয়োগ করা হয়েছে। কিন্তু, এসএসসি হাইকোর্টে হলফনামা দিয়ে জানিয়েছিল, নিয়োগের ক্ষেত্রে তারা কোনওরকম সুপারিশ করেনি। স্বভাবতই আদালত প্রশ্ন তোলে, এসএসসি সুপারিশ না করে থাকলে, কার সুপারিশে এই ভুয়ো নিয়োগ করা হয়েছিল?
খতিয়ে দেখতে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বে মোট চার সদস্যের ইনভেস্টিগেশন টিমও গঠন করে আদালত। প্রসঙ্গত প্রথমে সিবিআই তদন্তের নির্দেশ দেয় রাজ্য উচ্চ আদালতের সিঙ্গল বেঞ্চ। এরপর মামলা চ্যালেঞ্জ করে যায় ডিভিশন বেঞ্চে। কেন্দ্রীয় সংস্থার পরিবর্তে অবসরপ্রাপ্ত কোনও বিচারপতির নেতৃত্বে তদন্ত আর্জি করে এসএসসি। সেই আর্জি মেনেই তদন্ত কমিটি গঠন করেন আদালত। এবার গ্রুপ ডি-র ভুয়ো নিয়োগই বাতিল করে দিল আদালত।
8 মন্তব্যসমূহ
😱😱
উত্তরমুছুনGood
উত্তরমুছুনGood news
উত্তরমুছুনGood news
উত্তরমুছুনGood news
উত্তরমুছুনGood information
উত্তরমুছুনGood
উত্তরমুছুনGood information
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊