Latest News

6/recent/ticker-posts

Ad Code

গর্ভপাত নিয়ে নজিরবিহীন রায় কলকাতা হাইকোর্টের

গর্ভপাত নিয়ে নজিরবিহীন রায় কলকাতা হাইকোর্টের




High Court on SSC



গর্ভপাত নিয়ে নজিরবিহীন রায় দিল কলকাতা হাইকোর্ট। রিপোর্ট বলছে দেশের ইতিহাসে এই প্রথম গর্ভপাত নিয়ে এইরকম নজিরবিহীন রায় দিল কলকাতা হাইকোর্ট। ৩৫ সপ্তাহের ভ্রুণের গর্ভপাতের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।




সাধারণত ২৪ সপ্তাহের কম ভ্রুণের গর্ভপাত করা যায়। কিন্তু ২৪ সপ্তাহ নয় বিশেষ ক্ষেত্রে এবার ৩৫ সপ্তাহেও ভ্রুনের গর্ভপাতের নির্দেশ দিল হাইকোর্ট। চিকিৎসকরা জানিয়ে দেন, জন্মের পর তাকে বাঁচানো যাবে না। আর তাই এই নজিরবিহীন রায় রাজ‍্যের ইতিহাসে নয় দেশের ইতিহাসে প্রথমবার।




জানা যায় দীর্ঘদিন নিঃসন্তান থাকার পর এবার যখন গর্ভবতী হলেন তখন ভ্রুনের পরীক্ষা করালে জানা যায় স্পাইনার্ড কর্ডে (spinal cord) গুরুতর সমস্যা ধরা পড়ে। এরপরেই শহরের নাম করা চিকিৎসক জানান সুস্থ হওয়ার কোনও সম্ভাবনা নেই। বরং শিশুটি কোনদিনই স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না! এরপরই গর্ভপাতের সিদ্ধান্ত নেন ওই মহিলা ও তাঁর স্বামী। মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে।




এসএসকেএম-র (SSKM) চিকিৎসকদের পরামর্শ নিয়ে মেডিকেল বোর্ড গঠন করে তৃতীয় শুনানিতে গর্ভপাতের অনুমতি দিল হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্তারের সিঙ্গল বেঞ্চ।

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊

Ad Code