Budget 2022: PM Awas Yojana-য় বড় ঘোষনা, 48000 কোটি বরাদ্দ, কারা পাবেন সুবিধা?
আজ মঙ্গলবার কেন্দ্রীয় বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ৬০ লক্ষ নতুন চাকরি, আবাস যোজনায় ৮০ লক্ষ বাড়ি তৈরির পরিকল্পনা। প্রতি ঘরে নলবাহিত জল পৌঁছতে বরাদ্দ ৬০ হাজার কোটি। তবে একই রয়ে গেল করকাঠামো। এবারও অপরিবর্তিত আয়কর।
বাজেটে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনা PM Awas Yojana য় ৪৮,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ভাষনে অর্থমন্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রী আবাস প্রকল্পের জন্য ৪৮,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আগামী দিনে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় ৮০ লক্ষ বাড়ির নির্মাণ কাজ শেষ হবে। সরকার ২০২২-২৩ সালে গ্রামীণ ও শহরাঞ্চলে প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজে আরও বাড়াবে।''
অর্থমন্ত্রী আরো জানান, গ্রামীণ ও শহরাঞ্চলে ৬০,০০০ বাড়িকে প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধাভোগী হিসাবে চিহ্নিত করা হবে। ২০২২-২৩ সালে PM আবাস যোজনার সুবিধাভোগীদের জন্য ৮০ লক্ষ ঘর তৈরির কাজ শেষ হবে বলেও জানান তিনি। এছাড়াও এই অর্থবর্ষেই 'ঘর নল সে জল যোজনা'য় 3.8 কোটি বাড়ি যুক্ত করা হবে। এর জন্য 60,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে। ২০২২ সালের মার্চের মধ্যে ২ কোটি বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা রয়েছে।
2 মন্তব্যসমূহ
খুব ভালো
উত্তরমুছুনGood
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊