Latest News

6/recent/ticker-posts

Ad Code

India Test Cricket Captain: টেস্ট দলের নয়া অধিনায়ক কে? রোহিত না রাহুল? জানালো বোর্ড

টেস্ট দলের নয়া অধিনায়ক কে? জানালো বোর্ড


India Test Team



দক্ষিণ আফ্রিকা সফরই টেস্ট দলের অধিনায়ক হিসাবে বিরাট কোহলির শেষ ম‍্যাচ ছিল। তারপর থেকেই চলছে জল্পনা বিরাটের জায়গায় এবার টেস্ট দলের অধিনায়ক হবেন কে? উঠে আসছিল একাধিক নাম। এবার ঘটল সেই জল্পনা অবসান।




দক্ষিণ আফ্রিকা সফরের সময় টেস্টে খেলেননি রোহিত (Rohit Sharma)। রিহ‍্যাবে ভারতে ছিলেন তিনি। এদিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম‍্যাচে খেলেননি বিরাট। বিরাট ও রোহিতের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিয়েছেন কে এল রাহুল। তারপর থেকেই জল্পনা শুরু হয়, টেস্টে ভারতের পরবর্তী অধিনায়ক কে হচ্ছেন। রোহিত শর্মা? নাকি রাহুল?




ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হল রোহিত শর্মাই (Rohit Sharma) হচ্ছেন টেস্টে টিম ইন্ডিয়ার নতুন অধিনায়ক।ভারতের সিনিয়র দলের প্রধান নির্বাচক চেতন শর্মা এই ঘোষনা দিলেন।




সীমিত ওভারের ক্রিকেটে দুই ফর্ম্যাটে হিটম্যানই অধিনায়ক। এরপর টেস্টেও নেতৃত্ব রোহিতের কাছে চাপের হতে পারে বলে মনে করছিলেন অনেকেই। আবার বয়সের দিক থেকে রাহুলকে অধিনায়কত্ব দেওয়ার কথা বলেছেন অনেকে। সব জল্পনার অবসান ঘটিয়ে এদিয়ে রোহিতকেই দলের নেতৃত্বের ব‍্যাটন তুলে দেওয়া হল।




চেতন শর্মা বললেন, 'কার কখন চোট-আঘাত লাগবে বলা যায় না। তবে রোহিত ফিট থাকলে ওই তিন ফর্ম্যাটে অধিনায়ক।' অন্য কারও নাম নিয়ে আলোচনা হয়েছিল? চেতন বলছেন, 'না, রোহিত ছাড়া আর কাউকেই অধিনায়ক করা নিয়ে আলোচনা হয়নি।'

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code