Udayan Guha:  উদয়ন গুহের মন্তব্যের পরিপ্রেক্ষিতে ময়নাগুড়িতে কুশপুত্তলিকা দাহ

Udayan Guha




মধুসূদন রায়, ময়নাগুড়িঃ দিনহাটার বিধায়ক উদয়ন গুহের বিতর্কিত মন্তব্যের পরিপ্রেক্ষিতে কুশপুত্তলিকা দাহ করা‌ হল। 

বুধবার ময়নাগুড়ির টেকাটুলিতে মিছিল করে কুশপুত্তলিকা দাহ করেন কেএল‌ও লিঙ্কম্যান নারী সমন্বয় কমিটি ও এক্স কেএল‌ও নির্যাতিত কমিটি। 


উল্লেখ্য বেশ কিছুদিন আগে দিনহাটার বিধায়ক উদয়ন গুহ উত্তরবঙ্গ পৃথক রাজ্যের দাবীর বিরোধীতা করে মন্তব্য করেন। যা রিতিমত বিতর্ক সৃষ্টি হয়েছে উত্তরবঙ্গজুড়ে। 


ইতিমধ্যেই উত্তর বঙ্গের বেশ কিছু ভূমিপুত্র সংগঠন মন্তব্যের বিরোধীতা করে স্বোচ্ছার হয়েছেন। এদিন সেই আঁচ পড়লো ময়নাগুড়ি ব্লকের টেকাটুলিতেও। 


বুধবার দুপুরে সংগঠনের সদস্যরা জমায়েত হয়ে মিছিলে সামিল হন। এরপর তারা টেকাটুলি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় উদয়ন গুহের কুশপুত্তলিকা দাহ করেন। বিধায়কের মন্তব্যের তীব্র বিরোধিতা করে সংগঠনের তরফে আগামীদিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।