প্রকাশিত হলো অনুব্রত মণ্ডলের জীবনী মূলক বই 'খেলা হবে'


খেলা হবে- Khela Hobe


রাজ্য রাজনীতিতে অনুব্রত মণ্ডলের নানান জানা-অজানা ঘটনা, তথ্য নিয়ে সাংবাদিক চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা 'খেলা হবে' বই এর শুভ উদ্বোধন পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু।

বইপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূমের সব তৃণমূল বিধায়ক ও নেতারা। অনুষ্ঠানে ব্রাত্য বসু বলেন, অনুব্রত মণ্ডলের মুখে কখনও 'চড়াম চড়াম', কখনও 'নকুলদানা', কখনও 'গুড় বাতাসা' স্লোগান শোনা গিয়েছে। কিন্তু রাজনৈতিক চরিত্রের বাইরে অনুব্রত মণ্ডল একেবারে অন্য মানুষ।

জানা গিয়েছে দীপ প্রকাশনের তরফে প্রকাশিত ‘খেলা হবে’র মূল্য ২০০টাকা৷ ইতিমধ্যে দলের বীরভূম জেলার প্রতিটি সংগঠনের ব্লকের সভাপতিদের গড়ে ১০০টি করে বই ক্রয় করার নির্দেশও জারি করা হয়েছে৷ ফলে আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই কার্যত বিক্রির হটকেক অনুব্রতর জীবনী!



প্রকাশনী সংস্থার অন্যতম কর্ণধার শঙ্কর মণ্ডল বলেন, ‘‘এটা মূলত অনুব্রতর বায়োগ্রাফি৷ ছোটবেলা থেকে কেষ্ট কিভাবে অনুব্রত হয়ে উঠলেন সেটা এই বইতে বিস্তারিতভাবে লেখা রয়েছে৷’’