লিফট চাইতে গিয়ে বিপদে মহিলা, অবশেষে জুতোপেটা যুবক 


মহিলা, যুবক



রামকৃষ্ণ চ্যাটার্জী: পশ্চিম বর্ধমান:- জামুড়িয়া থানার কেন্দা ফাঁড়ি অন্তর্গত চিচুড়িয়া গ্রাম পঞ্চায়েতের চিচুড়িয়া গ্রামের এক মহিলা চিচুড়িয়া পাঞ্চবাঁধ রাস্তা থেকে চিচুড়িয়া মোড়ের দিকে যাচ্ছিলেন।সেই সময় হাঁসডিহা গ্রামের সঞ্জয় বাউরি নামে এক ব্যক্তি রাস্তায় বাইক চালিয়ে যাচ্ছিলেন। মহিলা যুবকের কাছে লিফট চাইলে তিনি তাকে লিফট দেন। কিন্তু বাইকটি মোড়ে না থামিয়ে ভুল উদ্দেশ্য নিয়ে মহিলাকে জাতীয় সড়ক ৬০ ধরে রানিগঞ্জের দিকে চলে যান।

চিচুড়িয়া মোড়ে বাইক না থামানোয় ওই মহিলা বাইক থেকে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। স্থানীয়রা মহিলার চিৎকার শুনে বাইকটির পিছু করে। শেষে গাড়িটি কেন্দা ফাঁড়ি পেরিয়ে জামুড়িয়া ব্লক 2-এ তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে চলতে শুরু করলে তৃণমূল কংগ্রেসের কয়েকজন সদস্য মেয়েটিকে দেখতে পান এবং তারা সঙ্গে সঙ্গে গাড়িটি আটক করে মহিলাকে রক্ষা করেন।

মেয়েটি তখন তার ক্ষোভ প্রকাশ করে। মেয়েটিকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় এবং যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

একই সঙ্গে এই ঘটনার বিষয়ে চিচুড়িয়া পঞ্চায়েত প্রধান বিশ্বনাথ সাঙ্গুই বলেন,এমন ঘটনা খুবই নিন্দনীয়।