ফের এক দেশ এক নির্বাচনের পক্ষে সওয়াল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Narendra Modi




জাতীয় ভোটার দিবসে ফের এক দেশ এক নির্বাচনের পক্ষে সওয়াল করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি, এদিন নির্বাচন কমিশনের প্রশংসা করেন তিনি।



‘নমো’ অ্যাপের মাধ্যমে পাঁচ লক্ষেরও বেশি বিজেপি কর্মীর সঙ্গে কথা বলেন নরেন্দ্র মোদী। আর সেখানেই তিনি বলেন, ‘ভারত এমন একটি দেশ, যেখানে নির্বাচন কমিশন নোটিস পাঠাতে পারে, আধিকারিকদের বদলিও করতে পারে। আমাদের নির্বাচন কমিশন এবং নির্বাচনী ব্যবস্থা অনেক দেশের কাছেই অনুকরণযোগ্য। দলীয় কর্মীদের বলব, নিজেদের জেলা ও অঞ্চলে ভোটদানের বিষয়ে সচেতনতা গড়ে তুলুন। এখন দেখা যাচ্ছে, তরুণরা ভোট দিয়ে কালি লাগানো আঙুলের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করছেন। এই প্রবণতা প্রশংসনীয়। এর ফলে ভোটদানের হার বেড়েছে। নির্বাচন কমিশনের নতুন ভোটার রেজিস্ট্রেশন প্রক্রিয়ার ফলে এক বছরে চারবার ভোটার তালিকায় নাম তোলা বা সংশোধন করার সুযোগ পাওয়া যাচ্ছে। নির্বাচন কমিশনের সিভিজিল আবেদন প্রক্রিয়ার ফলে ভোটারদের সমস্যার সমাধান করা যাচ্ছে।’




প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘স্বচ্ছতা বজায় রাখার জন্য ভোটার আইডি-র সঙ্গে আধার সংযুক্তিকরণ করে নেওয়া উচিত সবারই। এক দেশ, এক ভোটার লিস্ট এবং এক দেশ, এক নির্বাচন নিয়ে আলোচনা হওয়া উচিত। নির্বাচনী ব্যবস্থার উন্নতির জন্যই আলোচনা করা উচিত।’