ফের পশ্চিমী ঝঞ্ঝার আগমন, আর বঙ্গদেশ থেকে উধাও শীত(Winter)। ঝাড়খণ্ডে পশ্চিমী ঝঞ্ঝা জেঁকে বসতেই গায়েব হয়েছে ঠান্ডা। এমনকী, আগামী কাল মঙ্গলবার থেকে দুই বঙ্গে বৃষ্টি হতে পারে এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য।
১১ জানুয়ারি মঙ্গলবার থেকেই কলকাতা ও তার সন্নিহিত এলাকায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানালো আবহাওয়া দপ্তর। বুধ ও বৃহস্পতিবার সেই বৃষ্টি আরও বাড়তে পারে বলেও জানানো হয়েছে।
বাঁকুড়া, বীরভূম পুরুলিয়া, বর্ধমানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতে সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। সেই সাথে উত্তরবঙ্গে শিলাবৃষ্টির পূর্বাভাসও রয়েছে।
১২ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত টানা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনও এলাকায় বজ্রগর্ভ মেঘের সম্ভাবনাও রয়েছে। বিশেষত ওডিশা, ঝাড়খণ্ড, বাংলা এবং বিহারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ১৬ জানুয়ারি পর থেকে আকাশ পরিষ্কার হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
5 মন্তব্যসমূহ
😲😲
উত্তরমুছুনGood information
উত্তরমুছুন👍👍
উত্তরমুছুনএই ঠান্ডায় দিনে আবার বৃষ্টি ।
উত্তরমুছুনImportant information
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊