এই মুহুর্তে আধার কার্ড পরিচয় পত্র প্রমাণের একটি অন্যতম ডকুমেন্ট (#AadhaarEssentials)। ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি থেকে সরকারি সুবিধা সকল ক্ষেত্রে আধার কার্ড লাগেই। ফলে নির্ভুল আধার কার্ড অত্যন্ত জরুরী।
আপনি যদি আপনার আধার কার্ড আপডেট করেন তবে কোন কোন ডকুমেন্ট কোন কোন ক্ষেত্রে লাগবে সেই সংক্রান্ত জরুরী নির্দেশিকা জারি করেছে UIDAI। তবে মোবাইল নাম্বার, ইমেইল আইডি, এমনকি ছবি পাল্টাতে লাগবে না কোন ডকুমেন্টস, শুধু বায়োমেট্রিক (biometric updates) দিয়েই পরিবর্তন করা যাবে।
তবে UIDAI এর তরফে ট্যুইট করে জানানো হয়েছে, আপনি আধার কার্ড আপডেট করতে চাইলে বেশ কিছু ডকুমেন্ট জমা দিতে হবে ৷ এই সমস্ত ডকুমেন্টে আপনার নামে থাকতে হবে৷
আধারে Proof Of Identity-র জন্য ৩২টি ডকুমেন্ট বৈধ হিসেবে মানা হয় ৷ Proof Of relationship-র জন্য ১৪টি ডকুমেন্ট, DOB জন্যের 15 ও Proof of Address (PoA) এর জন্য ৪৫ ডকুমেন্ট বৈধ হিসেবে মানা হয় ৷
দেখে নিন এই ডকুমেন্টের লিস্ট:
Proof Of Relationship
MGNREGA কার্ড
পেনশন কার্ড
পাসপোর্ট
আর্মি ক্যান্টিন কার্ড
DOB Documents
বার্থ সার্টিফিকেট
পাসপোর্ট
প্যান কার্ড
মার্কশিট
SSLC বুক/সার্টিফিকেট
Proof Of Identity (PoI)
পাসপোর্ট
প্যান কার্ড
রেশন কার্ড
ভোটার আইডি
ড্রাইভিং লাইসেন্স
Proof of Address (PoA)
পাসপোর্ট
ব্যাঙ্ক স্টেটমেন্ট
পাসবুক
রেশন কার্ড
পোস্ট অফিস অ্যাকাউন্ট স্টেটমেন্ট
ভোটার আইডি
ড্রাইভিং লাইসেন্স
বিদ্যুতের বিল
জলের বিল
5 মন্তব্যসমূহ
Good news
উত্তরমুছুন👍👍
উত্তরমুছুনGood information
উত্তরমুছুনgood information
উত্তরমুছুনImportant news
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊