VIVO নয় IPL-র টাইটেলের নতুন স্পনসর হচ্ছে ভারতের অন্যতম বৃহৎ সংস্থা
আইপিএল (IPL) ২০২২ আসছে। অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারী বেঙ্গালুরুতে বসবে আইপিএলের ক্রিকেটার নিলামের আসর। তার সাথে সাথে আরো গুরুত্বপূর্ণ খবর পাল্টে যাচ্ছে আইপিএলের টাইটেল স্পনসর। চিনা মোবাইল সংস্থা VIVO নয় আইপিএলের নয়া টাইটেল স্পনসর হচ্ছে ভারতের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী টাটা।
আজ আইপিএল-এর গভর্নিং কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বছর থেকেই আইপিএল-এর স্পনসর হচ্ছে টাটা। আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ পটেল এ বিষয়ে বলেছেন, ‘টাটা গ্রুপ আইপিএল-এর টাইটেল স্পনসর হচ্ছে।’
২০১৮ থেকে ২০২২ পর্যন্ত ২,২০০ কোটি টাকায় আইপিএলের টাইটেল স্পনসর থাকার চুক্তি করে ভিভো। কিন্তু গালওয়ানে ভারত-চিনের সেনা সংঘর্ষের পর এক বছরের জন্য আইপিএল-এর টাইটেল স্পনসর হিসেবে রাখা হয়নি ভিভোকে। এরপর গত বছর ভিভোকে টাইটেল স্পনসর হিসেবে দেখা গেলেও এবার সড়ে দাড়ালো ভিভো।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊