সিরিজ নির্ণায়ক টেস্টের প্রথম দিনেই অলআউট ভারত, পূজারা-কোহলি বাদে ব্যর্থ বাকিরা

সিরিজ নির্ণায়ক টেস্টের প্রথম দিনেই অলআউট ভারত, পূজারা-কোহলি বাদে ব্যর্থ বাকিরা

অলআউট ভারত


টিম ইন্ডিয়ার দক্ষিণ আফ্রিকা সফর শুরু হয়েছিল ৩ ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে। প্রথম দুটি ম্যাচে ১-১ ফল নিয়ে কেপটাউনে তৃতীয় টেস্টে মুখোমুখি হয়েছিল ভারত-দক্ষিণ আফ্রিকা। যদিও প্রথম দিনেই রাবাদা-মার্কো জানসেন দের সামনে বেকায়দায় কোহলি ব্রিগেড। প্রথম ইনিংসে মাত্র  ২২৩ রান তুলতে সক্ষম হয় তারা। সাকুল্যে খেলেছে ৭৭.৩ ওভার। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে ১ উইকেট হারিয়ে ৮ ওভারে ১৭ রান তুলেছে প্রোটিয়া বাহিনী। প্রথম ইনিংসে ৯ উইকেট হাতে নিয়ে এখনো ২০৬ রানে পিছিয়ে আছে তারা।


আজ টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক কোহলি। যদিও প্রোটিয়া বোলারদের সামনে সেভাবে মাথা তুলতে পারেনি টপঅর্ডার। ওপেনার কে এল রাহুল (১২) এবং মায়াঙ্ক আগরওয়াল (১৫) দ্রুত আউট হওয়ার পর কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন পূজারা (৪৩) এবং চোট সরিয়ে ফেরা বিরাট কোহলি। পূজারা ফেরার পর কোহলিকে কিছুটা সঙ্গ দেন রিসভ প্যান্ট (২৭)। যদিও এরপর দ্রুত উইকেট পড়তে থাকে। নবম উইকেট হিসেবে ২০১ বল খেলে ৭৯ রানে আউট হন কোহলি। দ্বিতীয় টেস্টে রান পেলেও আজ ফের ব্যর্থ অজিঙ্কা রাহানে (৯)।


প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা। ৩টি উইকেট নিয়েছেন মার্কো জানসেন। কাল দ্বিতীয় দিনে ভারতীয় বোলাররা কতটা সাহায্য তুলতে পারে পিচ থেকে তার ওপর অনেকটাই নির্ভর করছে এই টেস্টের ভাগ্য। এই টেস্ট জয়ের সাথে সাথে সিরিজ জয়ের আশা জিইয়ে রাখতে প্রোটিয়াদের কম রানের মধ্যে অলআউট করার দায়িত্ব নিতে হবে বুমরাহ-শামিদের। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ