আইপিএলের (IPL) নিলাম কবে, জানিয়ে দিলেন টুর্নামেন্টের চেয়ারম্যান ব্রিজেশ পটেল
আইপিএলের (IPL) নিলাম কবে, জানিয়ে দিলেন টুর্নামেন্টের চেয়ারম্যান ব্রিজেশ পটেল। আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে বসবে আইপিএলের ক্রিকেটার নিলামের আসর।
ANI সূত্রে জানা গিয়েছে, টুর্নামেন্টের চেয়ারম্যান ব্রিজেশ পটেল এখবর জানিয়েছেন। পাশাপাশি তিনি আরো জানিয়েছেন লখনউ ও আমদাবাদ ফ্র্যাঞ্চাইজিকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।
এদিকে আইপিএলে চিনা মোবাইল ফোন সংস্থা ভিভোর বদলে আইপিএল-এর নতুন স্পনসর হচ্ছে ভারতের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী টাটা। আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ পটেল এ বিষয়ে বলেছেন, ‘টাটা গ্রুপ আইপিএল-এর টাইটেল স্পনসর হচ্ছে।’ আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
0 মন্তব্যসমূহ
thanks