Latest Online Bengali News Portal

Breaking

Wednesday, January 12, 2022

পোর্ট করতে চাচ্ছেন? BSNL গ্রাহকদের Free তে দিচ্ছে 4G সিম কার্ড

BSNL 4g sim card


টেলিকম সংস্থা বিএসএনএল ( BSNL) গত বছর ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর বিনামূল্যে 4G সিম অফার চালু করেছিল। এবার নতুন বছরে গ্রাহকদের বিনামূল্যে 4G সিম কার্ড দিচ্ছে BSNL। নতুন এবং পোর্ট করা, উভয় ক্ষেত্রেই আগামী ৩১ মার্চ পর্যন্ত মিলবে বিনামূল্যে সিম।


কেরালা টেলিকম সার্কেলের খবর বলছে, এই অফার চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত।ফলে, আপনি যদি আপনার এখনকার মোবাইল নম্বরটি BSNL-এ পোর্ট করতে চান, তবে এটাই সঠিক সময়। কারণ এখন নিলেই BSNL 4G সিম কার্ড একেবারে বিনামূল্যে পেয়ে যাবেন। সিম সক্রিয় করার সময় নতুন বা MNP গ্রাহকদের শুধুমাত্র রিচার্জের পরিমাণটুকু দিতে হবে। BSNL-এর কাছে ইতিমধ্যেই ১০৬ টাকা থেকে শুরু হওয়া প্রিপেড প্ল্যান ভাউচারের প্রচুর অপশনের তালিকা রয়েছে৷ 


BSNL-এর ফ্রি সিম পেতে গ্রাহকদের নিকটবর্তী BSNL গ্রাহক পরিষেবা কেন্দ্র (BSNL CSC) বা নিকটবর্তী BSNL খুচরো বিক্রেতার দোকানে POI (পরিচয়ের প্রমাণ) এবং POA (ঠিকানার প্রমাণ) জাতীয় প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। মনে রাখবেন, এই অফারটি শুধুমাত্র BSNL কেরালা টেলিকম সার্কেলে উপলব্ধ।

10 comments: