করোনা আক্রান্ত সোনু নিগম ও তার পরিবার

Sonu Nigam
File photo




করোনার থাবা দিন দিন বেড়েই চলছে। করোনার সাথে সাথে করোনার নয়া ভেরিয়েন্ট ওমিক্রণের বাড়বাড়ন্ত চিন্তায় ফেলে দিয়েছে। এর মাঝেই বলিউডেও থাবা বসিয়েছে করোনা। ইতিমধ্যেই আমরা জেনেছি করোনা আক্রান্ত হয়েছেন সস্ত্রীক জন আব্রাহাম, একতা কপূর, সুমনা চক্রবর্তী, অর্জুন কপূর, ম্রুণাল ঠাকুর। আর এবার সপরিবারে করোনা আক্রান্ত সোনু নিগম।




তিনি, তাঁর স্ত্রী মধুরিমা এবং ছেলে নিভানও করোনা আক্রান্ত। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করে করোনা সংক্রমিত হওয়ার খবর দিয়েছেন তিনি।




ভিডিও শেয়ার করে বলেন, 'আমি এখন দুবাইয়ে রয়েছি। আমার ভারতে ফেরার কথা ছিল বিভিন্ন জায়গায় পারফর্ম এবং বেশ কিছু রিয়েলিটি শোয়ের শ্যুটিংয়ের জন্য। কিন্তু আমি করোনা আক্রান্ত। আমি পরীক্ষা করাই। রিপোর্ট পজেটিভ আসে। ফের পরীক্ষা করাই। ফের রিপোর্ট পজেটিভ আসে। তাই আমার মনে হয়, মানুষকে এটার সঙ্গেই বাঁচতে হবে। আমি কোভিড পজেটিভ। কিন্তু মারা যাইনি। আমার গলা আগের থেকে ভালো আছে। মাঝে বেশ খারাপ হয়েছিল। আমার তাঁদের কথা ভেবে খুব খারাপ লাগছে, আমার জন্য যাঁদের অনেক ক্ষতি হয়ে গেল। শ্যুটিংয়ের জন্য বেশ কিছু জায়গায় যাওয়ার ছিল। কিন্তু কীকরে যাব। আমি কোভিড পজেটিভ।'




সোনু নিগম আরও বলেন, 'এটা খুবই দ্রুত ছড়াচ্ছে। আমার খারাপ লাগছে এটা ভেবে যে সবে কিছু কাজ আমরা শুরু করেছিলাম। ছবির জগতের সঙ্গে যাঁরা জড়িয়ে রয়েছেন, তাঁদের জন্যও খুব খারাপ লাগছে। কারণ, গত দুটো বছর ধরে চলছে এই করোনা পরিস্থিতি। দীর্ঘদিন ধরে বন্ধ ছিল সিনেমাহল। ফের সংক্রমণ বাড়ায় নানা জায়গায় সিনেমাহল বন্ধ হচ্ছে। তারপরও আশা করছি সবকিছু ফের একদিন ঠিক হয়ে যাবে।'