Latest News

6/recent/ticker-posts

Ad Code

School Reopen: স্কুল খোলার দাবিতে পথ অবরোধ

School Reopen: স্কুল খোলার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ SFI -র

School Reopen




করোনা সংক্রমণের জেরে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার পর নবম থেকে দ্বাদশ শ্রেণির জন‍্য পঠন পাঠন শুরু হলেও ফের করোনার জেরে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল। এদিকে স্কুল খোলার দাবিতে সরব হয়েছে অভিভিবক অভিভাবিকা ছাত্র ছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারাও। মামলা হয়েছে কলকাতা হাইকোর্টেও। শুরু হয়েছে আন্দোলন।



রবিবার সকালে স্কুল খোলার দাবিতে সরব এস এফ আই। এদিন সিউড়ি বাসস্ট‍্যান্ডের সামনে পথ অবরোধ করে স্কুল খোলার দাবি জানায় এস এফ আই। অবরোধের জেরে তীব্র যানজটের সৃষ্টি হয় এলাকাজুড়ে। পরে পুলিশি হস্তক্ষেপে উঠে যায় অবরোধ।




এদিনের এই অবরোধ কর্মসূচিতে এস এফ আই রাজ‍্য সহ সভাপতি রুদ্রদেব বর্মনের নেতৃত্ব চলা অবরোধে অভিযোগ তোলা হয় যেখানে বাজার ঘাট খোলা, চলছে মেলা অথচ বিদ‍্যালয় খুললেই কি ছড়িয়ে যাবে করোনা?



এদিকে, গত শুনানিতে রাজ‍্যকে খুব শীঘ্রই স্কুল কবে খুলবে সে বিষয়ে জানানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেদিকেই নজর এখন রাজ‍্যের মানুষের।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code