ছোটো পোশাক, অন্তর্বাস পড়ায় বিমানে উঠতে বাঁধা Miss Universe-কে
পড়েছেন ছোটো পোশাক, ২০১২-র মিস ইউনিভার্স তিনি। কিন্তু বিমানে উঠতে পেলেন না। স্বল্প পোশাকে বিমানে উঠতে দেওয়া যাবে না ব্লাউজ পড়ে আসলে তবেই ওঠা যাবে বিমানে এমনই ঘটনা ঘটল আমেরিকায়।
মার্কিন সেলেব্রিটি অলিভিয়া তাঁর বোন ও বয়ফ্রেন্ডের সঙ্গে মেক্সিকো যাচ্ছিলেন। আমেরিকান এয়ারলাইন্সের তরফে তাঁকে বিমানে উঠতে বাধা দেওয়া হয়েছে। কারণ হিসেবে জানানো হয়েছে, অন্তর্বাস পরে বিমানে ওঠা যাবে না। ব্লাউজ জাতীয় কোনও পোশাক পড়ে আসলেই ওঠা যাবে বিমানে।
জনপ্রিয় ওই মডেল কালো ক্রপ টপ, সাইক্লিং শর্ট ও তার সঙ্গে মানানসই লং সোয়েটার পড়ে বিমানে গেলে তাঁকে আটকে দেন এক গেট এজেন্ট। তাঁর বোন অরোরা কুলপো নিজের ইনস্টাগ্রামে ঘটনাটির ভিডিও শেয়ার করেছেন। তাঁর প্রশ্ন, ‘‘অলিভিয়া আর আমি কাবো সান লুকাস রিসর্টে যাচ্ছিলাম। ওর পোশাকটা একবার দেখুন। ওকে সুন্দর দেখাচ্ছে না? ঠিকঠাক দেখাচ্ছে না?’’
পরে বয়ফ্রেন্ডের হুডি দিয়ে শরীর ঢাকেন এরপর আর কেউ আটকাননি তাঁঁকে। অলিভিয়ার বোনের ভিডিও পোস্ট হতেই ভাইরাল নেট দুনিয়ায়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊