Rituparna Sengupta COVID Positive: করোনা আক্রান্ত ঋতুপর্ণা সেনগুপ্ত
করোনা আক্রান্ত ঋতুপর্ণা সেনগুপ্ত। শুধু ঋতুপর্ণা নয় করোনা আক্রান্ত টলিউডের একাধিক তারকা। এর আগেও করোনা সংক্রমিত হয়েছিলেন তিনি। আবারও করোনা সংক্রমিত হয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
জানা গেছে, শরীর খারাপ হয়েছিল বলে করোনা সন্দেহে আরটিপিসিআর করানো হয়। রিপোর্ট এলে দেখা যায় অভিনেত্রী-সহ পরিবারের সকলেই করোনা সংক্রমিত হয়েছেন।
জানা গিয়েছে, সম্প্রতি দার্জিলিংয়ে (Darjeeling) পরিচালক অতনু বসুর ছবির শ্যুটিং-এ গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফেরার পরেই শরীর খারাপ হয় তার। সঙ্গে ছিলেন তার স্বামী সঞ্জয় -সহ পরিবারের অন্যান্যরাও।
শরীর খারাপ হওয়ার পর সন্দেহ হওয়ায় সকলের টেস্ট করান। যার রিপোর্ট পজিটিভ সকলেরই।
ইন্সটাগ্রামে তিনি লিখেছেন, আমি করোনার পজিটিভ। আমি রিপোর্ট পাওয়ার পরেই চিকিৎসা সংক্রান্ত প্রোটোকল মেনে বাড়িতে নিজেকে আইসোলেটেড করেছি। ধন্যবাদ যে আমি সুস্থ আছি। আশা করি শীঘ্রই ভালো হয়ে উঠব। প্রত্যেকেই যত্ন নেবেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊