Election: পিছিয়ে গেল পাঞ্জাব বিধানসভা নির্বাচন



বিধানসভা নির্বাচন



পিছিয়ে গেল পাঞ্জাব বিধানসভা নির্বাচন। ১৪ই ফেব্রুয়ারির পরিবর্তে ২০ই ফেব্রুয়ারি পাঞ্জাবে বিধানসভা নির্বাচন হবে। সন্ত রবিদাস জয়ন্তীর কারণে ভোট পিছনোর দাবি উঠলে তাতেই সায় মিলল। বিজেপি-কংগ্রেস একযোগে ভোট পিছনোর দাবি জানিয়েছিল। রাজনৈতিক দলগুলির আবেদন মেনে ভোট পিছনোর সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন।



১৬ ফেব্রুয়ারি গুরু রবিদাস জয়ন্তী থাকায় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিংহ চন্নী, বিজেপি ও অকালি দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে ভোটের দিন পিছিয়ে দেওয়ার আর্জি জানানো হয়েছিল।



ভোটের দিন পিছিয়ে গেলেও গণনার তারিখ পরিবর্তন হয়নি। গণনা নির্ধারিত দিন অর্থা ১০ মার্চই হবে। এক বিবৃতিতে কমিশন জানিয়েছে যে, আগামী ২০ ফেব্রুয়ারি ভোট গ্রহণ করা হবে। উল্লেখ্য, ওই দিনই উত্তরপ্রদেশে তৃতীয় দফার ভোটগ্রহণ।