Breaking: Drone Attack in Abu Dhabi আবু ধাবি বিমানবন্দরে ড্রোন হামলা, দুজন ভারতীয় নিহত
সোমবার আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি ড্রোনের বিস্ফোরণ ঘটে। ঘটনার জন্য হুথি বিদ্রোহীরা দায়ী বলে মনে করা হচ্ছে। দুজন ভারতীয় এই বিস্ফোরণে নিহত হয়েছে বলে জানা গিয়েছে।
সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতে একটি বড় সন্ত্রাসী হামলা হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি বিস্ফোরণ ঘটে। ড্রোন থেকে বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে জানা গেছে। বিস্ফোরণের পর বিমানবন্দরে আগুন ধরে যায়।
সংযুক্ত আরব আমিরাতের তদন্তের আগে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা হামলার দায় স্বীকার করেছে। গোষ্ঠীটি সংযুক্ত আরব আমিরাতে আরও হামলা চালানোর হুমকি দিয়েছে।
#BREAKING
— Rizwan Ahmad (@Rizwan_2Ahmad) January 17, 2022
▶️Drone attack on #AbuDhabi industrial area near International airport.
▶️3 tankers blown up.
▶️#Yemeni based Iran-backed Houthis launched attack pic.twitter.com/Cs2UiaovTK
Tag:
abu dhabi latest news, abu dhabi blast, uae blast, uae latest news, abudabi, houthis yemen,uae airport, abudhabi airport,
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊