'বেঁচে ফিরতে পেরেছি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ', বিক্ষোভের মুখ থেকে ফিরে মোদী
পাঞ্জাবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয় ঘিরে বিক্ষোভ, আর তা নিয়েই শোরগোল, বিক্ষোভের মুখ থেকে ফিরে বিমানবন্দরে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদী।
ভাতিন্দা থেকে ফিরোজপুরে যাওয়ার পথে ২০ মিনিট আটকে যায় মোদির কনভয়। উড়ালপুলের মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয়কে আটকে লখিমপুর কাণ্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রীর ইস্তফার দাবিতে বিক্ষোভ দেখান কৃষকরা। আর তার জেরেই ২০ মিনিট আটকে ছিল কনভয়।
ভাতিন্দা বিমানবন্দর থেকে কপ্টারে হুসেইনিওয়ালা যাওয়ার কথা থাকলেও খারাপ আবহাওয়ার জেরে সড়ক পথেই যান প্রধানমন্ত্রী। কিন্তু বিক্ষোভের মুখে পড়েন মাঝ রাস্তায়। এরপর, সভা বাতিল করে, সেখান থেকে ফিরে মোদি এদিন বলেন, "ভাতিন্দা বিমানবন্দর পর্যন্ত বেঁচে ফিরতে পেরেছি। মুখ্যমন্ত্রীকে আমার হয়ে ধন্যবাদ জানাবেন।"
সংবাদসংস্থা এএনআই নরেন্দ্র মোদিকে উদ্ধৃত করে জানিয়েছেন যে, প্রধানমন্ত্রী বিমানবন্দরে এসে সেখানের আধিকারিকদের একথা জানিয়েছেন।
এদিকে,নিরাপত্তার গাফিলতির অভিযোগে পাঞ্জাব সরকারের রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছে বিজেপি।
7 মন্তব্যসমূহ
Ki kando
উত্তরমুছুনki abostha
উত্তরমুছুন👍
উত্তরমুছুন😲😲
উত্তরমুছুন😱😱😱😱
উত্তরমুছুন😳
উত্তরমুছুন🙄🙄
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊