করোনা আবহে শুরু হয়েও বন্ধ হয়ে গেল হরিরহাটের রাসমেলা

করোনা আবহে শুরু হয়েও বন্ধ হয়ে গেল হরিরহাটের রাসমেলা





কোচবিহার জেলার দিনহাটা মহকুমার গিতালদহ এলাকার হরিরহাটে বহু বছর ধরে হয়ে আসছে ঐতিহ‍্যবাহী রাসমেলা। প্রতি বছর কোচবিহার শহরের রাসমেলা শেষ হওয়ার পর হরিরহাটে রাসমেলা হয়। এবারেও তাই হয়েছিল।আরম্ভ হয়েছিল রাসমেলা। কিন্তু করোনা সংক্রমণের জেরে সেই মেলাও বন্ধ করে দেওয়ে হল প্রশাসনের তরফে।




জানা যাচ্ছে, দিনহাটা থানার পুলিশ অফিসার রাজেন তামাং-র নেতৃত্বে এক বিরাট পুলিশ বাহিনী আজ সকালে হরিরহাট রাসমেলায় পৌঁছায় ও দোকান পাঠ বন্ধ করে দেয়। আর তার আগেই মেলা বন্ধের নির্দেশিকা পৌঁছে গিয়েছে মেলা কমিটির কাছে আর তারপরেই তৎপর হয়ে মেলা বন্ধ করার উদ‍্যোগ নেয় প্রশাসন।







গত কয়েকদিন আগেই শুরু হয় মেলা। হরিরহাট উচ্চ বিদ‍্যালয়ের মাঠে বসেছে দোকান পাঠ। বসেছে নাগরদোলা, সার্কাস, ডান্সার সহ অন‍্যান‍্য বিনোদন। মেলা ঘিরে বেশ উন্মোদনাও ছিল এলাকাবাসীর। কিন্তু করোনার জেরে সেই মেলা বন্ধ হয়ে যাওয়ায় একদিকে যেমন মাথায় হাত দোকানীকের তেমনি মুখভার দর্শকদেরও। কিন্তু কি করার দোসর তো ভয়াল ভাইরাস।

Post a Comment

thanks