শুরু হচ্ছে ‘পাড়ায় সমাধান’, কবে থেকে? জানুন বিস্তারিত
শুরু হচ্ছে ‘পাড়ায় সমাধান’ (Paray Samadhan)। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ‘পাড়ায় সমাধান’। জানুয়ারি থেকে পিছিয়ে ফেব্রুয়ারিতে ‘পাড়ায় সমাধান’। মার্চের মধ্যে আবেদন খতিয়ে পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকার সাধারণ মানুষের কাছে সুবিধাজনকভাবে ও সময়-নির্দিষ্ট পদ্ধতিতে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ। এই লক্ষ্যে সরকার পরিষেবা প্রদানের পদ্ধতি ধারাবাহিকভাবে সম্প্রসারিত ও উন্নত করছে। সরকার মনে করে যে, নিজেদের দৈনন্দিন জীবনের সমস্যা মানুষ স্থানীয় সমস্যার সমাধানে সক্ষম এবং রাজ্য এই ধরনের উদ্যোগের পাশে রয়েছে।
গুরুত্বপূর্ণ তারিখ:
১লা ফেব্রুয়ারি থেকে ১৫ই ফেব্রুয়ারি : আবেদন গ্রহন
১৬ই ফেব্রুয়ারি থেকে ২৮ই ফেব্রুয়ারি: প্রকল্পের প্রস্তুতি
১লা মার্চ থেকে ১৫ই মার্চ: বাস্তবায়ন পর্যায়
এদিকে, ফের রাজ্যে শুরু হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি। করোনার জেরে দ্বিতীয় দফার দুয়ারে সরকার কর্মসূচি পিছিয়ে গেছে এবার ফের শুরু হতে চলেছে দুয়ারে সরকার।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊