Padma Awards 2022:  দেখে নিন সম্পূর্ণ তালিকা Full List Of Recipients 

Padma Awards 2022



নয়াদিল্লি: স্বরাষ্ট্র মন্ত্রক আজ পদ্ম পুরস্কার প্রাপকদের তালিকা ঘোষণা করেছে - দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারগুলির মধ্যে একটি। পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী- তিনটি বিভাগে পুরষ্কারে এই বছর 128 জনকে সম্মানিত করা হয়েছে। এই পুরষ্কারগুলি প্রতি বছর মার্চ বা এপ্রিলের কাছাকাছি সময়ে রাষ্ট্রপতি ভবন - রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত আনুষ্ঠানিক অনুষ্ঠানে রাষ্ট্রপতি কর্তৃক প্রদান করা হয়।

ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ, যিনি গত মাসে একটি ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গিয়েছিলেন, তাকে মরণোত্তর পদ্মবিভূষণ দিয়ে সম্মানিত করা হয়েছে - দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার।

ভ্যাকসিন নির্মাতা - সিরাম ইনস্টিটিউয়ের সাইরাস পুনাওয়ালা এবং ভারত বায়োটেকের কৃষ্ণা এলা এবং সুচিত্রা এলা - পদ্মভূষণে সম্মানিত হয়েছেন।

টেক জায়ান্ট মাইক্রোসফ্ট এবং গুগলের প্রধান সত্য নাদেলা এবং সুন্দর পিচাইকে পদ্মভূষণ সম্মানের জন্য নাম দেওয়া হয়েছে।

দেশের অন্যতম শীর্ষ সরকারি সম্মান পদ্মভূষণ (Padma Bhushan) পুরস্কারে ভুষিত হচ্ছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, কংগ্রেস সাংসদ গুলাম নবী আজাদ, অভিনেতা ভিক্টর ব্যানার্জি, মাইক্রোসফটের অন্যতম কর্ণধার সত্যম নাডেলা, গুগল-এর সিইওি সুন্দর পিচাই, করোনা ভ্যাকসিন নির্মাতা কৃষ্ণা ইলা, সুচিত্রা ইলা, সাইরাস পুনেওয়ালা। 

এছাড়া পদ্মশ্রী প্রাপকের তালিকায় রয়েছেন জামিয়া মিল্লিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের উপচার্য নাজমা আখতার, সঙ্গীত শিল্পী সনু নিগম প্রমুখ। দেশের ৭৩তম প্রজাতন্ত্র দিবসে তাদেরকে এই সম্মান জানানো হবে।

সম্পূর্ন তালিকে দেখে নিন - full list Pdf