সদ্যোজাত শিশু উদ্ধার হলো চা বাগান থেকে

চা বাগান


সদ্যোজাত শিশু উদ্ধার হলো চা বাগান থেকে। বুধবার সন্ধ্যায় জলপাইগুড়ি ময়নাগুড়ি থানার পদমতী ১ এর অধীন নয়াবাড়ি পাহারপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

এদিন সন্ধ্যায় এলাকারই এক বাসিন্দা নীতিশ কুমার রায়ের স্ত্রী কবিতা রায় দেখতে পান তার বাড়ির পাশে চা বাগানের মধ্যে শিশুর কান্নার আজয়াজ শুনতে পেয়ে চক্ষু চড়কগাছ।

কে বা কাহারা সদ্যজাত এক ছেলে সন্তানকে ফেলে চলে যায়। এরপরই তারা তড়িঘড়ি শিশুটিকে নিয়ে চিকিৎসার জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে নিয়ে যায়।

চিকিৎসক অলি রানি দাস জানান- শিশুটিকে তড়িঘড়ি ভর্তি করা হয়েছে। পুলিশ কে খবর দেওয়া হয়েছে।বর্তমানে শিশু টি মোটামুটি ভালো রয়েছে।